×

বরিশাল

কুয়াকাটায় ডেঙ্গু আতঙ্ক: ২৪ ঘণ্টায় মৃত্যু ২, আক্রান্ত শতাধিক

Icon

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০২:২৫ পিএম

কুয়াকাটায় ডেঙ্গু আতঙ্ক: ২৪ ঘণ্টায় মৃত্যু ২, আক্রান্ত শতাধিক

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত দুই যুবক। ছবি : ভোরের কাগজ

পটুয়াখালীর মহিপুর থানা ও আশপাশের এলাকায় ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সোমবার (১০ নভেম্বর) রাত ১০টার দিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- মহিপুরের পরিচিত দর্জি শিশির দাস এবং আলীপুর কালাচাঁনপাড়া এলাকার ফার্মেসি ব্যবসায়ী উবাচো (রাখাইন)।

স্বজনদের বরাতে জানা গেছে, তারা কয়েকদিন আগে ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লতাচাপলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার।

এ নিয়ে চলতি সপ্তাহে মহিপুর থানা এলাকায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা আটজন এবং আক্রান্তের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে।

আরো পড়ুন : ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৮৩৪ জন

স্থানীয় সূত্র জানায়, কুয়াকাটা ও মহিপুর এলাকায় সম্প্রতি মারা গেছেন নুরজামাল ফকির (খাজুরা এলাকার চান মিয়া ফকিরের ছেলে) ও হাবিব (মিশ্রীপাড়া)। তাঁরা দুজনই ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এর আগে গত ১৩ অক্টোবর মহিপুরে চারজন ডেঙ্গুতে মারা যান, যাদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী ছিলেন। সিজারিয়ানের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার পর তার মৃত্যু হয়।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী জানান, মহিপুরে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। জনসচেতনতা বাড়াতে মাইকিং, প্রচারণা এবং ইউনিয়ন পরিষদের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হচ্ছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাওসার হামিদ জানান, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ফগার মেশিন দিয়ে স্প্রে করা হচ্ছে এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানদের বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে মহিপুর, আলীপুর ও আশপাশের বিভিন্ন এলাকায় অন্তত অর্ধশতাধিক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। আলীপুর এলাকার একই পরিবারের তিন জন ঢাকায় হাসপাতালে ভর্তি, একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন, দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আলোচনার পথ সরকারই বন্ধ করেছে, গণভোটের লড়াই অবশ্যম্ভাবী

আলোচনার পথ সরকারই বন্ধ করেছে, গণভোটের লড়াই অবশ্যম্ভাবী

ভোটকে এত ভয় কেন? জামায়াতকে প্রশ্ন মির্জা ফখরুলের

ভোটকে এত ভয় কেন? জামায়াতকে প্রশ্ন মির্জা ফখরুলের

কুয়াকাটায় ডেঙ্গু আতঙ্ক: ২৪ ঘণ্টায় মৃত্যু ২, আক্রান্ত শতাধিক

কুয়াকাটায় ডেঙ্গু আতঙ্ক: ২৪ ঘণ্টায় মৃত্যু ২, আক্রান্ত শতাধিক

বাংলাদেশের হয়ে খেলার কারণ জানালেন হামজা চৌধুরী

বাংলাদেশের হয়ে খেলার কারণ জানালেন হামজা চৌধুরী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App