×

রাজনীতি

সমাবেশস্থল পরিষ্কার করলেন ছাত্রদল নেতাকর্মীরা

Icon

মারুফ সরকার, নিজেস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০৭:৩৮ পিএম

সমাবেশস্থল পরিষ্কার করলেন ছাত্রদল নেতাকর্মীরা

সমাবেশস্থল পরিষ্কার করেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি: ভোরের কাগজ

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজধানীর শাহবাগে সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (৩ আগস্ট) দুপুর ৩টা ১৫ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এ সমাবেশ।

এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে লাখো নেতাকর্মী উপস্থিত হন। সমাবেশ শেষে তারা নিজেরাই সমাবেশস্থল পরিষ্কার করেন, যা উপস্থিত সবার নজর কাড়ে। গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে প্রাণ দেয়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ছাত্রদলের এ আয়োজনে বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটে।


সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের জ্যেষ্ঠ নেতা ও সাবেক ছাত্রনেতারাও সেসময় উপস্থিত ছিলেন।

এদিকে সমাবেশ শেষ হওয়ার পরপরই ছাত্রদলের কর্মীরা নিজ উদ্যোগে সমাবেশস্থলের আবর্জনা পরিষ্কার করতে শুরু করেন। প্ল্যাকার্ড, ব্যানার, পানির বোতল ও অন্যান্য বর্জ্য তারা ব্যাগে ভরে নির্দিষ্ট স্থানে ফেলেন। এসময় উপস্থিত নেতাকর্মীরা স্লোগান দেয়ার পরিবর্তে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। প্রায় ঘণ্টাব্যাপী চলে এ পরিচ্ছন্নতা অভিযান।


পিজি হাসপাতালে সামনের সড়ক পরিষ্কার করা ছাত্রদলের সহসভাপতি আব্দুল আউয়াল বলেন, গণতন্ত্রের জন্য যারা জীবন দিয়েছেন, তাদের প্রতি সম্মান জানানো আমাদের কর্তব্য। আমরা যেমন দেশের জন্য আন্দোলন করি, তেমনই দেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাও আমাদের দায়িত্ব। এ উদ্যোগের মাধ্যমে আমরা একটি পরিচ্ছন্ন ও দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতির বার্তা দিতে চাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন

জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন

পিটার হাসের সঙ্গে হাসনাতদের গোপন বৈঠক নিয়ে যা ভাবছে সাধারণ নাগরিক

পিটার হাসের সঙ্গে হাসনাতদের গোপন বৈঠক নিয়ে যা ভাবছে সাধারণ নাগরিক

ভারতের উত্তরাখণ্ডে মেঘ ভাঙা বৃষ্টির তাণ্ডব, নিহত ৪, নিখোঁজ অনেক

ভারতের উত্তরাখণ্ডে মেঘ ভাঙা বৃষ্টির তাণ্ডব, নিহত ৪, নিখোঁজ অনেক

 সংবিধান বাতিলের বিপক্ষে কথা বলায় লাঞ্ছিত হলেন হানিফ বাংলাদেশি

সংবিধান বাতিলের বিপক্ষে কথা বলায় লাঞ্ছিত হলেন হানিফ বাংলাদেশি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App