×

প্রবাস

কুয়েত বিমানবন্দরে ৪ বাংলাদেশি আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০৯:০৭ এএম

কুয়েত বিমানবন্দরে ৪ বাংলাদেশি আটক

ছবি : প্রতীকী

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে চিবানো তামাক (জর্দা) বহনের দায়ে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির কাস্টমস কর্তৃপক্ষ। বিমানবন্দরের টার্মিনাল-৪ থেকে পৃথক দিনে তাদের আটক করা হয়।

জানা গেছে, প্রথম দফায় এক বাংলাদেশির কাছ থেকে ৪০ কেজি চিবানো তামাক জব্দ করা হয়। এরপর পরের দিন বাংলাদেশ থেকে আগত আরো তিন যাত্রীর কাছ থেকে ১৫৯ কেজি জর্দা উদ্ধার করে কাস্টমস কর্মকর্তারা।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নিয়েছে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়, একইসঙ্গে যৌথভাবে তদন্তও চলছে।

কুয়েত কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে পান, তামাক ও জর্দা জাতীয় পণ্য আনা, বিক্রি বা বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ। এসব নিষিদ্ধ দ্রব্যের অনুপ্রবেশ ঠেকাতে কাস্টমস কর্মকর্তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় কাজ করছেন। একইসঙ্গে ভ্রমণকারীদের কুয়েতের কাস্টমস নিয়ম কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

আরো পড়ুন : চলতি বছরে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ৩ যৌথ সামরিক মহড়া

কুয়েত প্রবাসীরা বলছেন, এ ধরনের চোরাচালান দেশের সুনাম ক্ষুণ্ণ করছে। তারা আশঙ্কা প্রকাশ করেছেন, এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত বা বন্ধও করে দিতে পারে কুয়েত সরকার। প্রবাসীরা আরো প্রশ্ন তুলেছেন, কীভাবে এত বিপুল পরিমাণ জর্দা বাংলাদেশ কাস্টমসের চোখ ফাঁকি দিয়ে কুয়েতে পৌঁছে গেল, তা নিয়েও তদন্ত হওয়া উচিত।

দেশটির কাস্টমস বিভাগ স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছে, এ ধরনের নিষিদ্ধ পণ্য বহনের চেষ্টা করলে কঠোর শাস্তি, এমনকি জেল বা দেশের বাইরে বহিষ্কারের মুখোমুখি হতে হবে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩ বিভাগে অতি ভারী বর্ষণের শঙ্কা

৩ বিভাগে অতি ভারী বর্ষণের শঙ্কা

যে কারণে সঞ্জয় দত্তের সঙ্গে প্রেম ভাঙেন মাধুরী

যে কারণে সঞ্জয় দত্তের সঙ্গে প্রেম ভাঙেন মাধুরী

ট্রাম্পের শান্তি আহ্বান উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৭০

ট্রাম্পের শান্তি আহ্বান উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৭০

জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন শিগগিরই

জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন শিগগিরই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App