×

রাশিয়া

রাশিয়ায় শক্তিশালী ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৪ এএম

রাশিয়ায় শক্তিশালী ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ছবি : সংগৃহীত

রাশিয়ার কামচাতকা অঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে ভূমিকম্পের পরপরই ওই উপদ্বীপে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। যদিও এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রয়টার্স জানিয়েছে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে স্থানীয় সময় সকাল ৬টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি ঘটে। এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। এরপর ৫ দশমিক ৮ মাত্রার বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়।

তবে রাশিয়ার জরুরি অবস্থা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২। এদিকে কামচাতকার গভর্নর ভ্লাদিমির সলোদভ জানিয়েছেন, সব জরুরি সেবা সংস্থাকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরো পড়ুন : রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

উপকূলের বিভিন্ন এলাকায় ৩০ থেকে ৬২ সেন্টিমিটার উচ্চতার সুনামির ঢেউ আঘাত হেনেছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা ও প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র আলাস্কার কিছু অংশে সতর্কতা জারি করলেও পরবর্তীতে তা প্রত্যাহার করা হয়।

জাপানসহ প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী দেশগুলোকে সম্ভাব্য সুনামির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। হাওয়াইয়ের বাসিন্দাদেরও সতর্ক করা হয়েছে।

পেত্রোপাভলোভস্ক-কামচাতকা শহরে প্রায় ১ লাখ ৮১ হাজার মানুষ বসবাস করে। এটি কুরিল-কামচাতকা আর্ক অঞ্চলে অবস্থিত, যা বিশ্বের অন্যতম ভূমিকম্প-সক্রিয় এলাকা। মাত্র গত সপ্তাহেই এখানে দুটি ৭ মাত্রার বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইতিহাসে কিংবদন্তিদের কাতারে মুশফিক

শততম টেস্টে সেঞ্চুরি ইতিহাসে কিংবদন্তিদের কাতারে মুশফিক

তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ

তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ

নভেম্বরের তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

নভেম্বরের তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

ফিরলো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা

আপিল বিভাগের রায় ফিরলো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App