×

অ্যাপস

৮৫ লাখ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান করলো মেটা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১২:০৪ পিএম

৮৫ লাখ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান করলো মেটা

৮৫ লাখ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান। ছবি: সংগৃহীত

গত অক্টোবরে ৮৫ লাখেরও বেশি ভারতীয় ব্যবহারকারীর অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ ‘হোয়াটসঅ্যাপ’। ব্যবহারকারীরা নিয়মের লঙ্ঘন করায় কঠোর এ পদক্ষেপ নিয়েছে মেটা। ২০২১ সালের তথ্যপ্রযুক্তি আইনের অধীনে, সেপ্টেম্বরের মাসিক কমপ্লায়েন্স রিপোর্টে এই তথ্য প্রকাশ করেছে কোম্পানিটি। 

ইতোপূর্বেও ভারতীয় ব্যবহারকারীদের অপব্যবহারের জন্য হোয়াটসঅ্যাপ একাধিকবার লক্ষাধিক অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। নতুন রিপোর্টানুযায়ী, হোয়াটসঅ্যাপ ১৬.৫৮ লাখ অ্যাকাউন্ট সক্রিয়ভাবে বন্ধ করেছে। সেপ্টেম্বর মাসে মোট ৮ গাজার ১৬১টি অভিযোগ জমা পড়ে, যার মধ্যে ৯৭টি মামলার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেয়া হয়। 

আগস্টে হোয়াটসঅ্যাপ ৮৪.৫৮ লাখ ভারতীয় অ্যাকাউন্ট বন্ধ করেছিল, যার মধ্যে ১৬.৬১ লাখ অ্যাকাউন্ট সক্রিয়ভাবে নিষিদ্ধ করা হয়। কিন্তু এবার সেই সংখ্যা বেড়ে ৮৫ লাখ অতিক্রম করেছে। 

আরো পড়ুন: ১২০ হার্জের রিফ্রেশ রেট ও এআই পাবেন শাওমির নতুন স্মার্টফোনে

তথ্যপ্রযুক্তি আইন ২০২১ অনুসারে, যে সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ব্যবহারকারীর সংখ্যা ৫০ হাজারের বেশি, তাদের প্রতি মাসে একটি কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হয়। এই রিপোর্টে, ব্যবহারকারীদের অভিযোগ, অ্যাপের পক্ষ থেকে গৃহীত পদক্ষেপ এবং আপিল কমিটির নির্দেশিকা বিস্তারিতভাবে উল্লেখ করতে হয়।

হোয়াটসঅ্যাপের বিবৃতিতে বলা হয়েছে, অ্যাপের স্বচ্ছতা ও ব্যবহারকারীর নিরাপত্তার উপর বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। এখন ব্যবহারকারীরা সরাসরি অ্যাপ থেকে ক্ষতিকারক কনটেন্টের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারে। ভুয়া তথ্যের বিস্তার রোধে এবং সাইবার নিরাপত্তা জোরদার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। 

হোয়াটসঅ্যাপ থেকে ব্যবহারকারীদের উদ্দেশ্যে অনুরোধ করা হয়েছে, ভুয়া তথ্য প্রচার থেকে বিরত থাকতে, সাইবার অপরাধ এড়িয়ে চলতে এবং প্ল্যাটফর্মে স্বচ্ছতা বজায় রাখতে ক্ষতিকর কনটেন্টের বিরুদ্ধে দ্রুত অভিযোগ জানাতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্যবসার সামগ্রিক উন্নয়নে কাজ করাই আমার লক্ষ্য

ব্যবসার সামগ্রিক উন্নয়নে কাজ করাই আমার লক্ষ্য আতিকুর রহমান, চেয়ারম্যান, এফবিসিসিআই বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ

শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনালে ৩৫ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ

শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনালে ৩৫ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

বাংলাদেশে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির পক্ষে নয় যুক্তরাষ্ট্র

বাংলাদেশে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির পক্ষে নয় যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App