×

তথ্যপ্রযুক্তি

হস্তশিল্পে প্রযুক্তির সমন্বয়: নতুন যুগে পা রাখলো কারুপণ্য ও প্রাইডসিস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ০৭:৩৮ পিএম

হস্তশিল্পে প্রযুক্তির সমন্বয়: নতুন যুগে পা রাখলো কারুপণ্য ও প্রাইডসিস

নতুন যুগে পা রাখলো কারুপণ্য ও প্রাইডসিস

বাংলাদেশের হস্তশিল্প খাতের শীর্ষ প্রতিষ্ঠান কারুপণ্য রংপুর লিমিটেড এবং দেশের অন্যতম স্বনামধন্য সফটওয়্যার কোম্পানি প্রাইডসিস আইটি লিমিটেড সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ ইআরপি সফটওয়্যার বাস্তবায়ন চুক্তি স্বাক্ষর করেছে। এ অংশীদারিত্বের মাধ্যমে কারুপণ্য তাদের ব্যবসা ও উৎপাদন প্রক্রিয়ায় প্রাইডইআরপি ব্যবহার শুরু করে এক নতুন, আধুনিক যুগে প্রবেশ করলো।

চুক্তির ফলে কারুপণ্য রংপুর লিমিটেড তাদের উৎপাদন, ইনভেন্টরি, রিসোর্স প্ল্যানিং এবং অপারেশনাল ম্যানেজমেন্ট কার্যক্রমে আরও বেশি স্বয়ংক্রিয়তা ও রিয়েল-টাইম কন্ট্রোল নিশ্চিত করতে পারবে। হস্তশিল্প খাতে প্রথমবারের মতো এমন পূর্ণাঙ্গ ইআরপি বাস্তবায়নের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি দেশের ডিজিটাল রূপান্তরের অগ্রদূত হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলো।

অন্যদিকে, প্রাইডসিস আইটি লিমিটেড তাদের ফ্ল্যাগশিপ প্রোডাক্ট প্রাইডইআরপিকে হস্তশিল্পভিত্তিক রপ্তানিমুখী শিল্পে প্রথমবারের মতো প্রয়োগ করে একটি নতুন অধ্যায় সূচনা করলো। এটি শুধুমাত্র একটি প্রযুক্তিগত সংযোজন নয়, বরং বাংলাদেশের ঐতিহ্য ও আন্তর্জাতিক প্রযুক্তির এক অনন্য মেলবন্ধন।

প্রাইডসিস আইটির প্রাইডইআরপি ইতোমধ্যেই বিশ্বের ১০টি দেশে ৪০০টিরও বেশি প্রতিষ্ঠানে সফলভাবে ব্যবহৃত হচ্ছে। প্রাইডসিস এখন একটি আন্তর্জাতিক মানের ব্র্যান্ড। তাদের সফটওয়্যার মূলত উৎপাদন, রপ্তানি, ট্রেডিং ও সেবা খাতে ব্যবহৃত হলেও, এবার হস্তশিল্প খাত যুক্ত হয়ে নতুন দিগন্তের সূচনা করলো।

কারুপণ্য রংপুর লিমিটেড বহুদিন ধরে পরিবেশবান্ধব, হাতে তৈরি পণ্য উৎপাদন ও রপ্তানির মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি বিশ্বের সামনে তুলে ধরছে। প্রতিষ্ঠানটি বর্তমানে জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান ও কোরিয়াসহ বিশ্বের ৬০টিরও বেশি দেশে তাদের পণ্য রপ্তানি করছে। স্থানীয় জনসম্পৃক্ততা এবং টেকসই ব্যবস্থাপনার মডেল অনুসরণ করে কারুপণ্য ইতোমধ্যেই একটি দৃষ্টান্তমূলক শিল্প প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারুপণ্য রংপুর লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব শফিকুল আলম সেলিম এবং প্রাইডসিস আইটি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মনোয়ার ইকবাল, পাশাপাশি উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা। উভয়পক্ষই এই অংশীদারিত্বকে বাংলাদেশের প্রযুক্তিনির্ভর হস্তশিল্প শিল্পের বিকাশে এক যুগান্তকারী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

প্রাইডসিস আইটি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মনোয়ার ইকবাল বলেন,

“কারুপণ্য রংপুর লিমিটেড-এর মতো আধুনিক, বিশ্বমানের সম্মানিত ও রপ্তানিমুখী গ্রিন ফ্যাক্টরিকে আমাদের প্রাইডইআরপি প্ল্যাটফর্মে যুক্ত করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। হস্তশিল্প খাতের এই প্রযুক্তিনির্ভর রূপান্তর শুধু তাদের পরিচালন দক্ষতা বৃদ্ধি করবে না, বরং বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্পকে আরও টেকসই, লাভজনক ও আন্তর্জাতিক প্রতিযোগিতার উপযোগী করে তুলবে।”

এই ERP বাস্তবায়ন দু’টি প্রতিষ্ঠানের জন্যই একটি নতুন যুগের সূচনা — যেখানে প্রযুক্তি ও ঐতিহ্যের সমন্বয়ে গড়ে উঠবে আরও উন্নত, দক্ষ এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক একটি হস্তশিল্প খাত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বর্ণের দাম কমলো

স্বর্ণের দাম কমলো

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ সংক্রমণ, মৃত্যু ৩ জনের

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ সংক্রমণ, মৃত্যু ৩ জনের

মীর জাফরের বিশ্বাসঘাতকতা নিয়ে কী বলেন তার বংশধররা?

মীর জাফরের বিশ্বাসঘাতকতা নিয়ে কী বলেন তার বংশধররা?

নির্বাচনে কোন দল কত ভোট পাবে, জরিপে যা জানা গেলো

নির্বাচনে কোন দল কত ভোট পাবে, জরিপে যা জানা গেলো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App