সাগরে সুস্পষ্ট লঘুচাপ, আরো ঘনীভূত হওয়ার আভাস
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১২:০৬ পিএম
ছবি : সংগৃহীত
দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপটি আরো ঘনীভূত হয়ে এখন সুস্পষ্ট লঘুচাপ হিসেবে একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরো শক্তিশালী হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রোববার (২৩ নভেম্বর) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে ভোরের দিকে দেশের বিভিন্ন স্থানে হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়।
সোমবারের (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা দেখা দিতে পারে। এ সময়ে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আরো পড়ুন : পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তাপমাত্রা ১২ ডিগ্রি
মঙ্গলবারের (২৫ নভেম্বর) একই ধরণের আংশিক মেঘলা ও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। ভোরে হালকা কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমবে, আর দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।
বুধবারের (২৬ নভেম্বর) সকালে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, সারাদেশে আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়া থাকতে পারে। ভোরে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বৃহস্পতিবারের (২৭ নভেম্বর) সারাদেশে আংশিক মেঘলা ও শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। ভোরে হালকা কুয়াশা পড়তে পারে এবং রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামী পাঁচ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
