নেপালে জেন-জি বিক্ষোভে পর্যটন খাতে ২৫০০ কোটি রুপির ক্ষতি

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৯ পিএম

জেন-জি বিক্ষোভ ও সহিংসতায় নেপালের পর্যটন শিল্প বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। ছবি : সংগৃহীত
জেন-জি বিক্ষোভ ও সহিংসতায় নেপালের পর্যটন শিল্প বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। হোটেল ভাঙচুর, বুকিং বাতিল ও ভ্রমণ বিঘ্নিত হওয়ায় আনুমানিক ২৫ বিলিয়ন বা ২৫০০ কোটি রুপির ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির পর্যটন কর্তৃপক্ষ। তবে দ্রুত ঘুরে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করেছে সংশ্লিষ্টরা।
শনিবার (১৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে হিমালয়ান টাইমস। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, চলতি সেপ্টেম্বরের ৮–৯ তারিখে হওয়া জেন-জি বিক্ষোভে হোটেল ভাঙচুর ও লুটপাট, যাতায়াত বিঘ্ন এবং বুকিং বাতিলের ফলে বিশাল ক্ষতির মুখে পড়েছে পর্যটন শিল্প। বিশেষ করে পর্যটন মৌসুম শুরুর প্রাক্কালে এ ক্ষতি বড় ধাক্কা হিসেবে দেখা দিচ্ছে।
হোটেল অ্যাসোসিয়েশন নেপালের প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়, বিক্ষোভ ও সহিংসতায় দুই ডজনেরও বেশি হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে বা লুট হয়েছে। এর মধ্যে শুধু কাঠমান্ডুর হিলটন হোটেলেই ৮ বিলিয়ন রুপির বেশি ক্ষতি হয়েছে। এছাড়া পোখারা, ভৈরহাওয়া, বিরাটনগর ও ধনগড়ীর মতো গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরো পড়ুন : নেপালে জেন-জি বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৫১
তবে নেপাল ট্যুরিজম বোর্ড আশাবাদী মনোভাব প্রকাশ করেছে। বোর্ডের প্রধান নির্বাহী দীপক রাজ জোশী বলেন, পুনরুদ্ধার পরিকল্পনা প্রস্তুত আছে। পর্যটন অবশ্যই ঘুরে দাঁড়াবে উল্লেখ করে তিনি জানান, অতীতে ২০১৫ সালের ভূমিকম্প ও কোভিড-১৯ মহামারির পরও শিল্পটি ঘুরে দাঁড়িয়েছিল।
আন্তর্জাতিক পর্যায়ে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলা, আইনশৃঙ্খলা নিশ্চিত করা এবং বর্তমানে দেশে অবস্থানরত প্রায় ১৫ হাজার বিদেশি পর্যটকের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার জন্য সরকারকে পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ড. সমীর খাতিওয়াড়া ও বিভিন্ন শিল্পনেতা।
হোটেল অ্যাসোসিয়েশন নেপালের চেয়ারম্যান বিনায়ক শাহ বলেন, পর্যটন খাত পুনরুদ্ধারে সব অংশীজনকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, যেহেতু পর্যটন মৌসুম শুরু হচ্ছে, তাই নেপাল থেকে ইতিবাচক বার্তা দেওয়া এখন অত্যন্ত জরুরি।
এদিকে ট্রেকিং এজেন্সিস অ্যাসোসিয়েশন অব নেপাল, মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন অংশীজন আস্থা ফিরিয়ে আনার উদ্যোগ জোরদার করতে একত্রিত হয়েছে।