জাতীয় প্রেস ক্লাবে ফ্রি মেডিকেল ক্যাম্প ও কর্পোরেট হেলথ কার্ড বিতরণ

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০২ পিএম

জাতীয় প্রেস ক্লাবে ফ্রি মেডিকেল ক্যাম্প ও কর্পোরেট হেলথ কার্ড বিতরণ
জাতীয় প্রেস ক্লাবের সদস্য ও তাদের পরিবারের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প এবং কর্পোরেট ডিসকাউন্ট হেলথ কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ কার্যক্রমের আয়োজন করে জাতীয় প্রেস ক্লাব কর্তৃপক্ষ। এতে সহযোগিতা করে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল।
ক্যাম্পে প্রায় ৩০০ জন সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। এ সময় ডায়াবেটিস সম্পর্কিত র্যান্ডম ব্লাড সুগার (আরবিএস) টেস্ট, রক্তচাপ পরীক্ষা ও চিকিৎসকদের পরামর্শসহ বিভিন্ন সেবা দেওয়া হয়। পাশাপাশি মাত্র ৫০ টাকায় কর্পোরেট ডিসকাউন্ট হেলথ কার্ড এবং ১ হাজার ২০০ টাকার প্যাকেজে সিবিসি, ক্রিয়েটিনিন, আরবিএস, লিপিড প্রোফাইল, এইচবিএসএজি, এসজিপিটি, ইউরিন আরই, টিএসএইচ ও ইসিজি—মোট ৯টি স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ দেওয়া হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আইউব ভূঁইয়া, বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী, ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনক হোসেন, স্বাস্থ্যবিষয়ক উপ-কমিটির আহ্বায়ক একেএম মহসীন, ইনসাফ বারাকাহ হাসপাতালের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসেন, এজিএম মুহা. হাফিজুর রহমান, বারাকাহ স্পেশালাইজড হাসপাতালের ডিরেক্টর মো. নজরুল ইসলাম শাওন, বিপণন ও মিডিয়ার সহকারী ব্যবস্থাপক হোসাইন মোহাম্মদ দুলাল, জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব আকন্দ ও মেডিকেল ক্যাম্পের সমন্বয়ক মো. হিরো মিয়াসহ চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্টরা।
সভাপতি হাসান হাফিজ বলেন, “সাংবাদিকরা যদি নিজেদের স্বাস্থ্য সচেতন না হই তবে ভবিষ্যতে আমাদের ক্ষতি হয়ে যাবে। তাই আমরা আরও মেডিকেল ক্যাম্প আয়োজন করব যেন সুচিকিৎসা নিশ্চিত করা যায়।”
বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী বলেন, “গাড়ির জন্য আমরা দ্রুত ফিটনেস সার্টিফিকেট নেই, অথচ শরীরের জন্য হেলথ চেক-আপ করি না। অথচ স্বাস্থ্যই হলো সকল সুখের মূল।”
ইনসাফ বারাকাহ হাসপাতালের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসেন বলেন, “সাংবাদিকদের কর্মব্যস্ততার কারণে তারা প্রায়ই বাইরে খেতে বাধ্য হন। এ কারণে ডায়াবেটিস ও প্রেসার বেড়ে যায়। এগুলো নিয়ন্ত্রণ করতে পারলে অর্ধেক রোগ প্রতিরোধ করা সম্ভব।”
হাসপাতালের এজিএম মুহা. হাফিজুর রহমান বলেন, “আমরা চাই নিরলসভাবে সাংবাদিকদের স্বাস্থ্যসেবায় নিয়োজিত থাকতে। সবার দোয়া কামনা করছি।”