চাকরির জন্য নয়, উদ্যোক্তা হওয়ার জন্যই মানুষের জন্ম : প্রধান উপদেষ্টা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৬ পিএম

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত
মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য, কারো চাকরি করার জন্য নয়, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টা বলেন, মানুষ কারো চাকরি করার জন্য আসেনি। মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য। কাজেই সেই পথে যেতে হবে এবং সবাইকে সেই সুযোগ দিতে হবে।
ড. ইউনূস বলেন, বর্তমানে মানুষ নানা ধরনের উদ্যোক্তা হয়েছে, যদিও এদের কোনো আনুষ্ঠানিক তালিকা নেই। প্রযুক্তির কারণে এই সম্ভাবনা আরো বেড়েছে। প্রযুক্তি এখন মানুষকে বিশ্বের সঙ্গে যুক্ত করছে, তাই এটিকে কাজে লাগানোর সময় এসেছে।
আরো পড়ুন : শুল্ক নিয়ে আলোচনা করতে ঢাকায় মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল
মো. ইউনূস বলেন, প্রতিটি মানুষকে তার সক্ষমতা অনুযায়ী যেখানে যেতে চায় সেখানে পৌঁছানোর সুযোগ করে দিতে হবে। এ ক্ষেত্রে পিকেএসএফ নতুন ভবন থেকে নতুন যাত্রা শুরু করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, পিকেএসএফ এখন আগের কাঠামো পরিবর্তন করেছে। অনেক নিয়মকানুনও বদলেছে। বিনিয়োগের মধ্যে গেলে বড় আকারে কাজ করা সম্ভব। আজকের ছেলেমেয়েরা ৮০’র দশকের ছেলেমেয়ের মতো নয়, তারা অনেক এগিয়েছে।
প্রধান উপদেষ্টা জানান, নতুন প্রজন্মের কয়েক লাখ ছেলে-মেয়ে ইতোমধ্যেই বিনিয়োগকারী ও উদ্যোক্তা হয়ে উঠেছে। আইনকানুনের কারণে যে দূরত্ব তৈরি হয়েছে, তা সংশোধনের প্রয়োজন আছে। একই সঙ্গে নিজস্ব আইনকে আরো সম্প্রসারণ করার বিষয়েও নজর দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, যদি আমরা শক্তিশালী ফাইন্যান্সিয়াল সিস্টেম গড়ে তুলতে পারি, তবে মানুষকে সত্যিকার অর্থেই উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা সম্ভব।
পিকেএসএফ প্রতিষ্ঠার স্মৃতিচারণ করতে গিয়ে ইউনূস বলেন, বিশ্বব্যাংক থেকে ২০ কোটি টাকার একটি ফান্ড এসেছিল। এই অর্থকে ঘিরেই পিকেএসএফ-এর জন্ম হয়। প্রেসিডেন্ট এরশাদ সরাসরি এর পেছনে ছিলেন। তিনি চাইছিলেন টাকাটা রাখা হোক। তবে আমি বলেছিলাম, টাকাটা ফেরত দেন— না হলে মানুষ খেয়ে ফেলবে। দারিদ্র্য নিরসনের ক্ষেত্রে অন্য কোনো দেশে এভাবে গোড়ায় গিয়ে মানুষের সঙ্গে কাজ হয়নি।