×

সরকার

সড়ক অবরোধ: কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৫ পিএম

সড়ক অবরোধ: কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত

ফরিদপুরে সংসদীয় আসনের সীমানা নির্ধারণকে কেন্দ্র করে সড়ক অবরোধকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, রাস্তা অবরোধ করার অধিকার কারও নেই। এতে লাখ লাখ মানুষকে জিম্মি করে রাখা হচ্ছে, যা কোনোভাবেই বরদাশত করা হবে না। আজকের মধ্যে যদি এ সমস্যার সমাধান না হয়, তাহলে আমরা আইন প্রয়োগ করতে বাধ্য হব।

রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোর কমিটির সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সাম্প্রতিক কয়েকটি নির্বাচন, পুলিশের প্রশিক্ষণ, আসন্ন নির্বাচন উপলক্ষে প্রস্তুতি, সীমান্ত নিরাপত্তা, ছিনতাই ও চুরি-ডাকাতি প্রতিরোধ এবং দুর্গা পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।

আরো পড়ুন : আবারও সড়ক-রেল অবরোধে অচল ফরিদপুর

ফরিদপুরের পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দুটি ইউনিয়নের সীমানা পরিবর্তনের কারণে এলাকাবাসীর ক্ষোভ দেখা দিয়েছে। কিন্তু এটি সম্পূর্ণ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। যুক্তি-তর্ক শোনার পরই তারা এ সিদ্ধান্ত নিয়েছে। সরকারের এ বিষয়ে কোনো ভূমিকা নেই।

তিনি আরো বলেন, আসলেই যদি ক্ষোভ থাকে, তাহলে তা যথাযথ চ্যানেলে জানানো যেত। কিন্তু এ ঘটনাকে কেন্দ্র করে জনদুর্ভোগ সৃষ্টি করা মোটেই কাম্য নয়। দুটি ইউনিয়নের কয়েকজন লোকের কারণে লাখ লাখ মানুষকে দুর্ভোগে ফেলানো হচ্ছে। এটা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢামেকে একসঙ্গে ৬ সন্তান জন্ম দিলেন এক নারী

ঢামেকে একসঙ্গে ৬ সন্তান জন্ম দিলেন এক নারী

জাতীয় প্রেস ক্লাবে ফ্রি মেডিকেল ক্যাম্প ও কর্পোরেট হেলথ কার্ড বিতরণ

জাতীয় প্রেস ক্লাবে ফ্রি মেডিকেল ক্যাম্প ও কর্পোরেট হেলথ কার্ড বিতরণ

যাবজ্জীবনের মেয়াদ কমানোর চিন্তা করছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

যাবজ্জীবনের মেয়াদ কমানোর চিন্তা করছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

আজকের বাংলাদেশ গুজব বিভ্রান্তি আর অনিশ্চয়তায় ভরা

তরুণ প্রজন্মের চোখে আজকের বাংলাদেশ গুজব বিভ্রান্তি আর অনিশ্চয়তায় ভরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App