বিসিবির নির্বাচনের তারিখ ঘোষণা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৪ পিএম

আগামী ৪ অক্টোবর বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ছবি : সংগৃহীত
চলতি মাসের শুরুতে শোনা গিয়েছিল অক্টোবরের প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। নির্দিষ্ট তারিখ তখন জানানো না হলেও এবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৪ অক্টোবর বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত সপ্তাহে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করে বিসিবি। বোর্ডের সংবিধান অনুযায়ী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তিনিই নিশ্চিত করেছেন, আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে আনুষ্ঠানিক কার্যক্রম এবং ভোট হবে ৪ অক্টোবর।
খসড়া তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ২২-২৩ সেপ্টেম্বর এবং জমাদান ২৫ সেপ্টেম্বর। এরপর ২৬ সেপ্টেম্বর যাচাই-বাছাই শেষে ভোটগ্রহণ হবে ৪ অক্টোবর। এবারও যাদের সরাসরি ভোটকেন্দ্রে যাওয়া সম্ভব নয়, তাদের জন্য থাকবে ই-ব্যালট ও পোস্টাল ভোটের সুবিধা।
আরো পড়ুন : শ্রীলঙ্কার কাছে হার, কঠিন হলো টাইগারদের সুপার ফোরের পথ
বিসিবি নির্বাচনে জয়ী হতে হলে কাউন্সিলরদের ভোটে আস্থা রাখতে হবে পরিচালকদের। মোট ১৭১ জন কাউন্সিলরের মধ্যে ৭৬ জনই ঢাকার ক্লাব থেকে আসেন। বোর্ডের ২৫ সদস্যের মধ্যে ১২ জন আসেন ক্লাব ক্রিকেট থেকে, বিভাগীয় ও আঞ্চলিক পর্যায় থেকে আসেন ১০ জন। নির্বাচিত পরিচালকদের ভোটেই বেছে নেওয়া হবে বিসিবির সভাপতি।
এবার নতুন করে বেশ কয়েকজন পরিচালক পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল অন্যতম হেভিওয়েট প্রার্থী। সভাপতি পদে তাদের পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন সাবেক সভাপতি ফারুক আহমেদও।