ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১০:২১ এএম
ছবি : সংগৃহীত
৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে তুরস্কে। স্থানীয় সময় সোমবার (২৭ অক্টোবর) রাত ১০টা ৪৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
দেশটির দুর্যোগ ও জরুরি অবস্থা ব্যবস্থাপনা সংস্থা আফাদ জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশের সিন্দির্গি শহরের কাছে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫ দশমিক ৯৯ কিলোমিটার গভীরে। খবর এএফপির।
কম্পন অনুভূত হয়েছে ইস্তানবুল, বুরসা, মানিসা ও ইজমির প্রদেশেও। আফাদ জানিয়েছে, সিন্দির্গিতে বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু ভবন আংশিক ধসে পড়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে গত আগস্টেও একই মাত্রার (৬.১) একটি ভূমিকম্প হয়েছিল তুরস্কে, যার কেন্দ্রস্থল ছিল সিন্দির্গি। সেই ঘটনার পর থেকেই বালিকেসির অঞ্চলে ছোট ছোট আফটারশক নিয়মিত অনুভূত হচ্ছিল বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
ভূতাত্ত্বিকভাবে তুরস্ক পৃথিবীর সক্রিয় টেকটোনিক ফল্টলাইনের ওপর অবস্থান করছে, ফলে দেশটিতে ভূমিকম্প প্রায়ই ঘটে। ২০২৩ সালের ভয়াবহ ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রায় ৫৩ হাজারেরও বেশি মানুষ নিহত হয় এবং হাজার হাজার ভবন ধসে পড়ে। তুরস্কের প্রতিবেশী সিরিয়ার উত্তরাঞ্চলেও সেই ভূমিকম্পে ৬ হাজারেরও বেশি প্রাণহানি ঘটে।
