×

ফুটবল

রিয়াল ছাড়তে চান ভিনিসিয়ুস জুনিয়র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১২:৩৪ পিএম

রিয়াল ছাড়তে চান ভিনিসিয়ুস জুনিয়র

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। ছবি : সংগৃহীত

ক্লাসিকোর উত্তেজনা শেষ হলেও তার প্রতিধ্বনি থামেনি। সেই রেশেই এবার নতুন বিতর্কে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। স্প্যানিশ দৈনিক এএস–এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, কোচ জাবি আলোনসোর প্রতি আস্থার সংকট থেকে রিয়াল ছাড়ার বিষয়টি এখন গুরুত্বসহকারে বিবেচনা করছেন এই উইঙ্গার।

গত রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সেলোনার বিপক্ষে ২–১ গোলের জয়ে ৭২ মিনিটে বদলি হন ভিনিসিয়ুস। মাঠ ছাড়ার সময় তিনি ক্ষুব্ধভাবে আলোনসোর দিকে চিৎকার করে বলেন, “সব সময় আমাকেই কেন!” এরপর শোনা যায়, “আমি যাচ্ছি, দল ছেড়ে যাচ্ছি।” রাগে টানেল পেরিয়ে ড্রেসিংরুমে চলে যান তিনি, যদিও কিছুক্ষণ পর আবার মাঠে ফিরে আসেন। ম্যাচ শেষে বার্সার তরুণ তারকা লামিনে ইয়ামালের সঙ্গে তাঁর বাকবিতণ্ডাও হয়।

এএস–এর প্রতিবেদনে আরো বলা হয়েছে, কোচের প্রতি আস্থা হারানো এবং আভ্যন্তরীণ অসন্তোষ থেকেই ভিনিসিয়ুস এখন রিয়াল ছাড়ার কথা ভাবছেন। ২০১৮ সালে ফ্ল্যামেঙ্গো থেকে যোগ দিয়ে এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ৩৩৬ ম্যাচে ১১১ গোল এবং ১৪টি শিরোপা জিতেছেন তিনি। এর মধ্যে রয়েছে তিনটি লা লিগা ও দুটি চ্যাম্পিয়নস লিগ ট্রফি।

তবে ক্লাব কর্তৃপক্ষ আলোনসোর সিদ্ধান্তের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে। জানা গেছে, বদলি হওয়ায় ভিনিসিয়ুসের আচরণে তারা সন্তুষ্ট নয়। আলোনসো, যিনি খেলোয়াড়ি জীবনে রিয়ালের হয়ে পাঁচটি বড় শিরোপা জিতেছিলেন, গত গ্রীষ্মে কার্লো আনচেলত্তির স্থলাভিষিক্ত হন।

তবুও ভিনিসিয়ুস পুরোপুরি রিয়াল ছাড়ার সিদ্ধান্তে পৌঁছাননি। প্রতিবেদনে বলা হয়েছে, যদি আলোনসো তাকে কিলিয়ান এমবাপের মতো সমান আস্থা দেন, তবে তিনি থাকতে রাজি। চলতি মৌসুমে শুরুর একাদশে জায়গা পেলেও মাত্র তিন ম্যাচেই পুরো সময় খেলতে পেরেছেন এই ব্রাজিলিয়ান তারকা।

ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়া ব্যাখ্যা করে ভিনিসিয়ুস বলেন, “ক্লাসিকো সব সময়ই উত্তেজনাপূর্ণ—মাঠে ও মাঠের বাইরে নানা কিছু ঘটে। আমি মাদ্রিদ সমর্থকদের জানাতে চাই, আমার আচরণ কারও প্রতি অসম্মান দেখানোর উদ্দেশ্যে ছিল না।”

অন্যদিকে কোচ আলোনসো সংবাদ সম্মেলনে ভিনিসিয়ুসকে দোষারোপ না করে বলেন, “আমি ওর পারফরম্যান্সে সন্তুষ্ট। হয়তো ও ভালো খেলছিল, তবু দলকে সতেজ রাখতে বদলি করা দরকার ছিল। সে থাকতে চেয়েছিল, এটা স্বাভাবিক।”

ক্লাসিকোর পর থেকেই রিয়ালের ভেতরে এই ঘটনার প্রভাব নিয়ে চলছে নানা আলোচনা। এখন দেখার বিষয়, আলোনসো ও ভিনিসিয়ুসের এই দূরত্ব কত দূর পর্যন্ত গড়ায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জোটযুদ্ধে নতুন সমীকরণ

জোটযুদ্ধে নতুন সমীকরণ

নিত্যপণ্যের দামের চাপে জনজীবন চিড়েচ্যাপ্টা

নিত্যপণ্যের দামের চাপে জনজীবন চিড়েচ্যাপ্টা

৩ বিচারপতিকে কারণ দর্শানোর নোটিশ

অতিরিক্ত জামিন ৩ বিচারপতিকে কারণ দর্শানোর নোটিশ

এবার ‘শার্লক হোমসকে’ নিয়ে ছবি নির্মাণ করবেন সৃজিত

এবার ‘শার্লক হোমসকে’ নিয়ে ছবি নির্মাণ করবেন সৃজিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App