×

ভারত

উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোন্থা, সতর্কতা জারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১১:০৪ এএম

উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোন্থা, সতর্কতা জারি

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’ ক্রমেই উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, গত ছয় ঘণ্টায় ঘূর্ণিঝড়টি দক্ষিণ–পশ্চিম, পশ্চিম–মধ্য এবং দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগর অতিক্রম করে ঘণ্টায় প্রায় ১৭ কিলোমিটার গতিতে স্থলভাগের দিকে এগোচ্ছে।

আইএমডির সর্বশেষ বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়টি ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া ও কলিঙ্গপত্তনম উপকূলের মধ্যবর্তী স্থানে আছড়ে পড়বে।

সোমবার রাত ৯টার দিকে প্রকাশিত বুলেটিনে জানানো হয়, মোন্থা মঙ্গলবার সকাল নাগাদ একটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। সন্ধ্যার পর এটি অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম ও কাকিনাড়া সংলগ্ন উপকূলে আঘাত হানতে পারে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকবে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার, এবং ঝোড়ো হাওয়ার বেগ পৌঁছাতে পারে ১১০ কিলোমিটার পর্যন্ত।

তিন রাজ্যে সতর্কতা ও প্রস্তুতি

ঘূর্ণিঝড়ের আশঙ্কায় তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা রাজ্যে ইতিমধ্যে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় অঞ্চল থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তিন রাজ্যেই মঙ্গলবার স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে, এবং বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে।

অন্ধ্রপ্রদেশে মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আইএমডি। রাজ্যে কঠোর সতর্কতা জারি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে ফোনে কথা বলে প্রস্তুতি পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। আনাকাপল্লি জেলায় বুধবার পর্যন্ত স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে। জরুরি সহায়তার জন্য হেল্পলাইন ও কন্ট্রোলরুম খোলা হয়েছে।

তামিলনাড়ুর উপকূলে ইতোমধ্যে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হয়েছে। রাজধানী চেন্নাইয়ে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন জানিয়েছেন, প্রশাসন সব ধরনের জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। পাশাপাশি তেলঙ্গানার পেডাপল্লি ও আদিলাবাদসহ কয়েকটি জেলায় এবং কর্নাটকের উপকূলবর্তী উদুপি, উত্তর ও দক্ষিণ কন্নড় জেলায়ও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

রেল যোগাযোগে বিঘ্ন ঘটার আশঙ্কায় দক্ষিণ ও মধ্যাঞ্চলীয় রেল বিভাগ একাধিক ট্রেন বাতিল করেছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম জেলায়ও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। এ ছাড়া বিমান সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্স যাত্রীদের সতর্ক থেকে যাত্রা পরিকল্পনা করার পরামর্শ দিয়েছে।

ওড়িশার গজপতি জেলায় সোমবার রাত থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে। উপকূলীয় বিভিন্ন জেলায়ও টানা বৃষ্টি চলছে। রাজ্যের আটটি জেলায় উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে, এবং উপকূলের মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩ বিচারপতিকে কারণ দর্শানোর নোটিশ

অতিরিক্ত জামিন ৩ বিচারপতিকে কারণ দর্শানোর নোটিশ

এবার ‘শার্লক হোমসকে’ নিয়ে ছবি নির্মাণ করবেন সৃজিত

এবার ‘শার্লক হোমসকে’ নিয়ে ছবি নির্মাণ করবেন সৃজিত

করাচি সমুদ্রবন্দর ব্যবহার করবে বাংলাদেশ

বৈঠকে সম্মত দুই পক্ষ করাচি সমুদ্রবন্দর ব্যবহার করবে বাংলাদেশ

নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দুদকের

নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দুদকের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App