×

বিএনপি

সালাহউদ্দিন

ঐকমত্য কমিশন ও সরকারের কর্মকাণ্ডে বিএনপি হতাশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০১:৪৫ পিএম

ঐকমত্য কমিশন ও সরকারের কর্মকাণ্ডে বিএনপি হতাশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ, এমন মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, কমিশন ও সরকারের সাম্প্রতিক পদক্ষেপগুলোর সঙ্গে বিএনপির প্রত্যাশার সামঞ্জস্য নেই। বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর হোটেল লেকশোরে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, গত ১৭ অক্টোবর যে দলিল স্বাক্ষর হয়েছে, তা জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। বলা হয়েছে ৪৮ দফার ওপর গণভোট হবে, কিন্তু আমাদের সঙ্গে কোনো আলাপ হয়নি। এতদিন যে আলোচনা ও পরামর্শ চলেছে, তার উদ্দেশ্য এখন প্রশ্নবিদ্ধ।

তিনি বলেন, যেসব বিষয়ে ঐকমত্য হবে সেগুলো বাস্তবায়ন হবে, এমন কোনো নিশ্চয়তা নেই। জুলাই সনদ কার্যকর করার উদ্যোগ নেই, বরং কমিশন ও কিছু দলের প্রস্তাবই সামনে এসেছে। কমিশনের উদ্দেশ্য ছিল ঐকমত্য প্রতিষ্ঠা করা, কিন্তু বর্তমান প্রস্তাব জাতিতে বিভক্তি ও অনৈক্য তৈরি করবে।

আরো পড়ুন : জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা, যা আছে আদেশে

আরপিও ও জোটের প্রতীক ইস্যুতে তিনি বলেন, জোটবদ্ধ রাজনৈতিক দলগুলো যাতে স্বাধীনভাবে নিজস্ব প্রতীকে বা জোটের প্রতীকে নির্বাচন করতে পারে, সেটাই যুক্তিযুক্ত। কিন্তু হঠাৎ বলা হলো—জোটবদ্ধ হলেও নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে। এটি গণতান্ত্রিক চেতনার পরিপন্থী, অথচ দেখলাম কিছু রাজনৈতিক দল এ প্রস্তাবকে সমর্থন করছে, যা হতাশাজনক।

শেষে সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা রাখবে—আমরা সেই নিরপেক্ষতার প্রত্যাশা করি। তবে ঐকমত্য কমিশন ও সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডে আমরা হতাশ।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া দায় এড়াতে পারবে না ইউনূস সরকার

মির্জা ফখরুল গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া দায় এড়াতে পারবে না ইউনূস সরকার

বাতিল হলো ১২৮ ‘জুলাই যোদ্ধা’র গেজেট

বাতিল হলো ১২৮ ‘জুলাই যোদ্ধা’র গেজেট

একদিনে ১০০০ মিমি বৃষ্টিপাত, ভয়াবহ বন্যায় লক্ষাধিক ঘরবাড়ি প্লাবিত

একদিনে ১০০০ মিমি বৃষ্টিপাত, ভয়াবহ বন্যায় লক্ষাধিক ঘরবাড়ি প্লাবিত

ট্রলারসহ ৭ বাংলাদেশি জেলে অপহরণ

ট্রলারসহ ৭ বাংলাদেশি জেলে অপহরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App