×

ফুটবল

২০৩৪ বিশ্বকাপ ঘিরে সৌদি আরবের মহাপরিকল্পনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০১:০৩ পিএম

২০৩৪ বিশ্বকাপ ঘিরে সৌদি আরবের মহাপরিকল্পনা

ছবি : সংগৃহীত

২০২২ সালে কাতারে অনুষ্ঠিত হয় বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা ফিফা বিশ্বকাপ। মধ্যপ্রাচ্যের দেশটি নিয়ে আয়োজনের আগে ছিল নানা শঙ্কা, তবে সফল টুর্নামেন্ট আয়োজন করে কাতার সেই সংশয় দূর করেছে। এবার ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে সৌদি আরব। আর আয়োজন ঘিরে দেশটি ইতোমধ্যেই শুরু করেছে ব্যাপক প্রস্তুতি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের পরিকল্পনায় থাকা ‘স্কাই স্টেডিয়াম’-এর নকশা ও গ্রাফিক্যাল ভিডিও ছড়িয়ে পড়েছে। ১১৪৮ ফুট (প্রায় ৩৫০ মিটার) উচ্চতায় নির্মিত হতে যাওয়া এই স্টেডিয়াম নিয়ে আলোচনায় সরব বিশ্ব মিডিয়া। গোল ডটকম, স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা, এবং ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইল ও দ্য সান এই নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। তারা জানিয়েছে, সৌদি আরব বিশ্বকাপ আয়োজক হওয়ার আগে ফিফার কাছে জমা দেওয়া প্রস্তাবনাপত্রেই ‘নিওম স্টেডিয়াম’-এর উল্লেখ ছিল।

গোল ডটকমের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ে ফিফাকে দেওয়া প্রস্তাবে সৌদি ফুটবল ফেডারেশন জানিয়েছিল, নিওম স্টেডিয়াম হবে বিশ্বের সবচেয়ে ব্যতিক্রমধর্মী স্টেডিয়াম, যা হবে ভূ-পৃষ্ঠ থেকে ৩৫০ মিটার উপরে। এটি ‘দ্য লাইন’ নামের ভবিষ্যৎ শহরের ভেতরে অবস্থিত হবে, যেখানে থাকবে ট্রাম-সদৃশ স্বয়ংক্রিয় পরিবহন ব্যবস্থা ও ব্যক্তিগত দ্রুতগামী যানবাহনের সুবিধা।

তবে সাম্প্রতিক ছড়িয়ে পড়া ভিডিও বা নকশা আসলেই সৌদি সরকারের পরিকল্পনার অংশ কি না, তা এখনও নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে, স্টেডিয়ামটি ‘দ্য লাইন’ প্রকল্পে সরাসরি অন্তর্ভুক্ত নয়। ২০২১ সালে সৌদি আরব ‘দ্য লাইন’ নামে একটি স্মার্ট সিটির পরিকল্পনা প্রকাশ করে, যার দৈর্ঘ্য ১৭০ কিলোমিটার, প্রস্থ ২০০ মিটার এবং সর্বোচ্চ উচ্চতা ৫০০ মিটার। এই ভবিষ্যৎ শহরে গাড়ি, রাস্তা কিংবা কার্বন নিঃসরণ থাকবে না, আর সেখানে প্রায় ৯০ লাখ মানুষ বসবাস করতে পারবে।

‘দ্য লাইন’ প্রকল্পের নির্মাণকাজ ইতোমধ্যেই শুরু হয়েছে, যা সম্পন্ন হতে সময় লাগবে ২০৪৫ সাল পর্যন্ত, অর্থাৎ ২০৩৪ বিশ্বকাপের ১১ বছর পর। ফলে নিওম স্টেডিয়ামের ভিডিও নিয়ে যে আলোচনা চলছে, তার সত্যতা এখনই নিশ্চিত নয়। তবে সৌদি আরবের প্রস্তাবনায় এমন একটি আকাশচুম্বী ভেন্যুর পরিকল্পনা ছিল, এটি নিশ্চিত করেছে মার্কা। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালে স্টেডিয়াম নির্মাণ শুরু হয়ে ২০৩২ সালে কাজ শেষ হতে পারে।

প্রসঙ্গত, সৌদি আরব ২০৩৪ বিশ্বকাপের আগে ১১টি নতুন স্টেডিয়াম নির্মাণ এবং ৪টি বিদ্যমান স্টেডিয়াম সংস্কারের পরিকল্পনা জানিয়েছে। প্রস্তাবিত নিওম স্টেডিয়ামে দর্শক ধারণক্ষমতা হবে প্রায় ৪৬ হাজার। এছাড়া রিয়াদ, জেদ্দা, আল খোবার ও আভা—এই চারটি শহরে নতুন ভেন্যু তৈরি করা হবে, যেখানে স্থানীয় উপাদান, আধুনিক স্থাপত্যশৈলী ও অনন্য রঙের ব্যবহারে তৈরি হবে বিশ্বমানের অবকাঠামো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া দায় এড়াতে পারবে না ইউনূস সরকার

মির্জা ফখরুল গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া দায় এড়াতে পারবে না ইউনূস সরকার

বাতিল হলো ১২৮ ‘জুলাই যোদ্ধা’র গেজেট

বাতিল হলো ১২৮ ‘জুলাই যোদ্ধা’র গেজেট

একদিনে ১০০০ মিমি বৃষ্টিপাত, ভয়াবহ বন্যায় লক্ষাধিক ঘরবাড়ি প্লাবিত

একদিনে ১০০০ মিমি বৃষ্টিপাত, ভয়াবহ বন্যায় লক্ষাধিক ঘরবাড়ি প্লাবিত

ট্রলারসহ ৭ বাংলাদেশি জেলে অপহরণ

ট্রলারসহ ৭ বাংলাদেশি জেলে অপহরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App