মগ লিবারেশন পার্টির প্রধানের মৃত্যু, অস্ত্র উদ্ধার

শংকর চৌধুরী, খাগড়াছড়ি থেকে
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১১:৩৪ এএম

মগ লিবারেশন পার্টির উত্তরাঞ্চলীয় সশস্ত্র শাখার প্রধান কংচাইঞো মারমা। ছবি : সংগৃহীত
খাগড়াছড়ি শহরের শান্তিনগরে সেনাবাহিনীর অভিযানের সময় দুইতলা ভবন থেকে লাফিয়ে পড়ে মগ লিবারেশন পার্টির উত্তরাঞ্চলীয় সশস্ত্র শাখার প্রধান কংচাইঞো মারমা (৩১) নিহত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ভাড়া বাসায় অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় গুলির শব্দ শোনা যায়। কিছুক্ষণ পর ভবনের পাশে গুরুতর আহত অবস্থায় কংচাইঞোকে উদ্ধার করে সেনা সদস্যরা। পরে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, পালানোর চেষ্টা করতে গিয়ে ভবন থেকে লাফিয়ে পড়ায় তার মৃত্যু হয়।
নিহত কংচাইঞো মারমা মহালছড়ির অংসাজাই মারমার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মগ লিবারেশন পার্টির সশস্ত্র কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছিলেন এবং পার্বত্য এলাকার চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে সক্রিয় ছিলেন।
খাগড়াছড়ি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দিপা ত্রিপুরা জানান, সেনাবাহিনী সকালে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। উচ্চ স্থান থেকে পড়ে যাওয়ার আঘাতের চিহ্ন শরীরে পাওয়া গেছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
আরো পড়ুন : সাদাপাথর লুটের ঘটনায় আটক ৫
বাড়ির মালিক সুজিত দে বলেন, তাদের পরিবারের একজনের মৃত্যুর কারণে আগের রাত থেকে তারা বাড়িতে ছিলেন না। পরে এসে দেখেন বাসা এলোমেলো। কংচাইঞো প্রায় দেড় বছর আগে স্ত্রী-সন্তান নিয়ে তাদের বাড়িতে ভাড়া ওঠেন। ভাড়া নেওয়ার সময় তিনি বিএসআরএম কোম্পানিতে চাকরি করার কথা বলেছিলেন। স্ত্রী-সন্তান বাসায় নিয়মিত থাকলেও কংচাইঞো মাঝে মাঝে আসতেন।
খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, হাসপাতাল থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে এ ঘটনায় এখনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। অভিযানও চলমান রয়েছে।
এদিকে সকালে খাগড়াছড়ির মানিকছড়ি গাড়িটানা এলাকা থেকে সেনাবাহিনী দেশীয় তৈরি ২টি এলজি, ৫ রাউন্ড গুলি, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জামসহ এক যুবককে আটক করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শান্তিনগরে অভিযান চালানো হয়। অভিযানে একটি বিদেশি পিস্তল ও আরো ৫ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়েছে।
সূত্র জানায়, কংচাইঞো মারমা সম্প্রতি মানিকছড়ি-গুইমারা এলাকায় অবস্থান নিয়ে তৎপরতা চালাচ্ছিলেন। প্রায় দুই সপ্তাহ আগে মগ লিবারেশন পার্টির একটি অংশ খাগড়াছড়িতে প্রবেশ করে বিভিন্ন এলাকায় অবস্থান নেয়।