×

সিলেট

সাদাপাথর লুটের ঘটনায় আটক ৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১১:২৫ এএম

সাদাপাথর লুটের ঘটনায় আটক ৫

ছবি : সংগৃহীত

সিলেটের ভোলাগঞ্জে সাদাপাথর লুটের ঘটনায় ৫ জনকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান। তবে আটককৃতদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

এর আগে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবীব বাদী হয়ে অজ্ঞাতনামা ২ হাজার জনকে আসামি করে মামলা দায়ের করেন। শুক্রবার রাতেই মামলাটি রেকর্ড হয়।

আরো পড়ুন : ভোলাগঞ্জে অবৈধভাবে সাদা পাথর উত্তোলন, দুদকের অভিযান

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২৩ সালের ৫ আগস্টের পর থেকে কিছু দুষ্কৃতকারী সরকারি গেজেটভুক্ত ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে অনুমোদন ছাড়াই কোটি টাকার সাদাপাথর লুট করে আসছে। অভিযুক্তদের সুনির্দিষ্ট পরিচয় এখনো শনাক্ত হয়নি।

এজাহারে আরো বলা হয়, সরকারি কোয়ারি থেকে এ ধরনের অবৈধ উত্তোলন খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২-এর ধারা ৪(২)(ঞ), খনি ও খনিজ সম্পদ বিধিমালা, ২০১২-এর বিধি ৯৩(১) এবং দণ্ডবিধি ১৮৬০-এর ৩৭৯ ও ৪৩১ ধারার স্পষ্ট লঙ্ঘন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও মামলার তদন্তের মাধ্যমে মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

গত এক বছরে ভোলাগঞ্জ থেকে প্রায় ১ কোটি ৫০ লাখ ঘনফুট পাথর লুট হয়েছে। এর মধ্যে মাত্র আনুমানিক ১ লাখ ঘনফুট পাথর উদ্ধার করা সম্ভব হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নির্বাচন নিয়ে বিভ্রান্তি সৃষ্টিকারীরা গণতন্ত্রবিরোধী: সালাহউদ্দিন আহমেদ

নির্বাচন নিয়ে বিভ্রান্তি সৃষ্টিকারীরা গণতন্ত্রবিরোধী: সালাহউদ্দিন আহমেদ

চাঁদাবাজদের জন্য কোনো ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

চাঁদাবাজদের জন্য কোনো ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

কোচিং সেন্টার থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার

কোচিং সেন্টার থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার

ট্রাম্প-পুতিন বৈঠকে অর্জন কী

ট্রাম্প-পুতিন বৈঠকে অর্জন কী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App