সিংগাইরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:১২ পিএম

ছবি : ভোরের কাগজ
হেমায়েতপুর -মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়ক সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুইজন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে প্রশিকা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,দৌলতপুর উপজেলার নিলুয়া গ্রামের মো. পরশ উদ্দিনের ছেলে আব্দুল মান্নান (২৩) ও হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকার শেখজন মোল্লার ছেলে মনির হোসেন (৬০)।
আরো পড়ুন : নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম জানান, মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা সিএনজিতে চারজন যাত্রী ছিলেন। সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সিমেন্টবাহী একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান এবং গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
তিনি জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক ও সহকারী পালিয়ে গেছে। মামলার প্রস্তুতি চলছে।