×

ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজের বিরল রেকর্ড, বাংলাদেশের ১০০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০৩:২৬ পিএম

ওয়েস্ট ইন্ডিজের বিরল রেকর্ড, বাংলাদেশের ১০০

ছবি : সংগৃহীত

মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্পিনে ভর করে খেলছে দুই দলই। প্রথম ম্যাচের অভিজ্ঞতা থেকে স্পিনেই সুযোগ খুঁজেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ, যা প্রথম পাওয়ার প্লে থেকেই স্পষ্ট হয়ে গেছে। বিশেষজ্ঞ স্পিনার আকিল হোসেনকেই প্রথম ওয়ানডের পরই টিম থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের বোলিং ইনিংস শুরু হয়েছে বাঁহাতি স্পিনার আকিল হোসেন ও ডানহাতি রোস্টন চেজ দিয়ে। এ হলো তাদের ওয়ানডে ইতিহাসে প্রথমবার যখন প্রথম পাওয়ার প্লের পুরো ১০ ওভার স্পিনাররা বোলিং করেছেন। আকিল হোসেন করেছেন ৫ ওভার, রোস্টন চেজ করেছেন ৪ ওভার। বাকি ১ ওভার নিয়েছেন খ্যারি পিয়ের।

অন্যদিকে, স্বাগতিক বাংলাদেশও চার স্পিনার নিয়েছে একাদশে। শেষবার বাংলাদেশ চার স্পিনার নিয়ে খেলেছিল ২০২২ সালের ১৬ জুলাই, তখনও প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচে মাত্র একজন পেসার ছিলেন—মুস্তাফিজুর রহমান। আজও বাংলাদেশের একমাত্র পেসার তিনিই। বাংলাদেশ একাদশের বিশেষজ্ঞ স্পিনার হিসেবে খেলছেন নাসুম আহমেদ ও তানভীর ইসলাম, স্পিন অলরাউন্ডার হিসেবে মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন, পার্টটাইমার হিসেবে সাইফ হাসান।

মিরপুরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ, কিন্তু শুরুটা টপ অর্ডারের জন্য ভালো হয়নি। ওপেনার সৌম্য সরকার ছাড়াও সাজঘরে ফিরেছেন সাইফ হাসান, তাওহীদ হৃদয়, নাজমুল শান্ত ও মাহিদুল অঙ্কন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৩০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০১ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা সৌম্য অপরাজিত ৪৪ রানে, তার সঙ্গী মিরাজ। অন্যদিকে, ছন্দে থাকা সাইফ হাসান ৬ রান করে আউট হয়েছেন। প্রথম ম্যাচে ফিফটি করা তাওহীদ হৃদয় এবার ১২ রান করে সাজঘরে ফিরেছেন। নাজমুল শান্ত দুই চারের সাহায্যে ১৫ রান যোগ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওষুধ শিল্পে ৪ হাজার কোটি টাকা ক্ষতির আশঙ্কা

কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড ওষুধ শিল্পে ৪ হাজার কোটি টাকা ক্ষতির আশঙ্কা

এক মাস আগে জোবায়েদকে হত্যার পরিকল্পনা করা হয়: পুলিশ

এক মাস আগে জোবায়েদকে হত্যার পরিকল্পনা করা হয়: পুলিশ

একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১ হাজার ৯৮৮ কোটি টাকা

একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১ হাজার ৯৮৮ কোটি টাকা

ওয়েস্ট ইন্ডিজের বিরল রেকর্ড, বাংলাদেশের ১০০

ওয়েস্ট ইন্ডিজের বিরল রেকর্ড, বাংলাদেশের ১০০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App