×

শিক্ষা

এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন স্থগিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০৩:১৯ পিএম

এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন স্থগিত

ছবি : সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের বাড়িভাড়া দুই ধাপে মোট ১৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের এই সিদ্ধান্তের পর আন্দোলনরত শিক্ষকরা তাঁদের চলমান কর্মসূচি স্থগিত ঘোষণা করেছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি জানান, আমরা আন্দোলন প্রত্যাহার করেছি। আগামীকাল (বুধবার) থেকেই ক্লাসে ফিরব।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজকের দিনটি শিক্ষা বিভাগের জন্য ঐতিহাসিক। এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের জন্য আগামী ১ নভেম্বর থেকে ৭.৫ শতাংশ বাড়িভাড়া (ন্যূনতম ২০০০ টাকা) এবং ২০২৬ সালের জুলাই থেকে আরো ৭.৫ শতাংশ, সর্বমোট ১৫ শতাংশ বাড়িভাড়া ভাতা কার্যকর হবে।

আরো পড়ুন : আরো বাড়লো এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা

এ সিদ্ধান্তে অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যে সম্মতি জানিয়েছে, জানানো হয় মন্ত্রণালয়ের উপসচিব মোছা. শরিফুন্নেসা স্বাক্ষরিত সম্মতিপত্রে। সেখানে বলা হয়েছে, সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় রেখে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের জন্য এই ভাতা নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপে ২০২৫ সালের ১ নভেম্বর থেকে মূল বেতনের ৭.৫ শতাংশ (সর্বনিম্ন ২০০০ টাকা) এবং দ্বিতীয় ধাপে ২০২৬ সালের ১ জুলাই থেকে আরো ৭.৫ শতাংশ বাড়িয়ে মোট ১৫ শতাংশ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই সিদ্ধান্ত কারো একার জয় নয়, এটি যৌথ সাফল্য। শিক্ষকদের আন্দোলন আমাদের বাস্তবতা বুঝিয়েছে, সরকার দায়িত্বশীলভাবে সাড়া দিয়েছে, এবং সম্মান, সংলাপ ও সমঝোতাই শেষ পর্যন্ত জিতেছে। এখন সময় ক্লাসে ফিরে যাওয়ার।

বিবৃতিতে আরো বলা হয়েছে, আজকের এই সমঝোতা হোক পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও শিক্ষাকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোর নতুন সূচনা।

গত ১২ অক্টোবর থেকে আন্দোলনে থাকা এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীরা জাতীয় প্রেস ক্লাব, কেন্দ্রীয় শহীদ মিনার ও শাহবাগ মোড়ে অবস্থান, সচিবালয় অভিমুখে মিছিলসহ একাধিক কর্মসূচি পালন করে আসছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওষুধ শিল্পে ৪ হাজার কোটি টাকা ক্ষতির আশঙ্কা

কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড ওষুধ শিল্পে ৪ হাজার কোটি টাকা ক্ষতির আশঙ্কা

এক মাস আগে জোবায়েদকে হত্যার পরিকল্পনা করা হয়: পুলিশ

এক মাস আগে জোবায়েদকে হত্যার পরিকল্পনা করা হয়: পুলিশ

একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১ হাজার ৯৮৮ কোটি টাকা

একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১ হাজার ৯৮৮ কোটি টাকা

ওয়েস্ট ইন্ডিজের বিরল রেকর্ড, বাংলাদেশের ১০০

ওয়েস্ট ইন্ডিজের বিরল রেকর্ড, বাংলাদেশের ১০০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App