নির্বাচনে এআই অপব্যবহার ঠেকাতে নজরদারি সেল গঠন করবে ইসি

কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০২:০৮ পিএম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি : সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার রোধে কেন্দ্রীয়ভাবে নজরদারি চালাবে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত অপপ্রচার ঠেকাতে কৌশল নির্ধারণসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে আয়োজিত ‘নির্বাচনে এআই-এর অপব্যবহার রোধে করণীয়’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
সিইসি বলেন, নির্বাচনের আগের রাতেও এআই ব্যবহার করে অপপ্রচার চালানোর আশঙ্কা রয়েছে। তাই পার্বত্য অঞ্চল ও দুর্গম এলাকার বিষয়েও বিশেষ গুরুত্ব দিতে হবে।
আরো পড়ুন : প্রধান উপদেষ্টাকে ফাইল ছেড়ে দিতে বললেন সারজিস
তিনি বলেন, এআইয়ের অপব্যবহার এখন বৈশ্বিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। নির্বাচনে এই প্রযুক্তি যেন বিভ্রান্তি বা অপতথ্যের হাতিয়ার না হয়, সে জন্য ইসি একটি কার্যকর সেল গঠনের উদ্যোগ নিয়েছে।
কর্মশালায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে সিইসি আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের সমস্যা মোকাবিলায় সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সচেতনতা, প্রযুক্তিগত সক্ষমতা ও দ্রুত প্রতিক্রিয়াই হতে পারে এআই অপব্যবহার ঠেকানোর মূল চাবিকাঠি।
সিইসির সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় উপস্থিত ছিলেন অন্যান্য নির্বাচন কমিশনার, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং নির্বাচন সংশ্লিষ্ট প্রায় ৮০ জন কর্মকর্তা।