×

ক্রিকেট

টেস্টে ২৫০ উইকেট নিয়ে নতুন উচ্চতায় তাইজুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০১:৩৩ পিএম

টেস্টে ২৫০ উইকেট নিয়ে নতুন উচ্চতায় তাইজুল

তাইজুল ইসলাম। ছবি : সংগৃহীত

মিরপুর টেস্ট যেন প্রতিদিনই নতুন মাইলফলক উপহার দিচ্ছে তাইজুল ইসলামকে। সাকিব আল হাসানকে ছুঁয়ে পরে ছাড়িয়ে দেশের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারী হওয়ার পর এবার বিশ্ব ক্রিকেটেও অনন্য রেকর্ড গড়লেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার। সবচেয়ে কম ম্যাচে টেস্টে ২৫০ উইকেট নেওয়া বাঁহাতি বোলার তিনি।

পঞ্চম দিনের শুরুতে তাইজুলের উইকেট সংখ্যা ছিল ২৪৯। মাঠে নামার কিছুক্ষণের মধ্যেই ৬৮তম ওভারের দ্বিতীয় বলেই এলবিডব্লিউয়ে ফেরান এক ব্যাটারকে, যা তাকে পৌঁছে দেয় ২৫০ উইকেটের মাইলফলকে। বাংলাদেশের ইতিহাসে প্রথম বোলার হিসেবে টেস্টে এই অর্জন তারই।

আরো পড়ুন : সাকিবকে ছাড়িয়ে দেশের সর্বাধিক টেস্ট উইকেট তাইজুলের

২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে অভিষেক ম্যাচেই পাঁচ উইকেট নিয়েছিলেন তাইজুল। তবে সাকিব আল হাসানের উপস্থিতি ও পরবর্তীতে মেহেদী হাসান মিরাজের উত্থানে দেশের বাইরে তার সুযোগ ছিল তুলনামূলক সীমিত। তবুও দেশের স্পিন আক্রমণে সবচেয়ে নির্ভরযোগ্য অস্ত্র হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

এর আগে সাকিব ৫৪ টেস্টে ছুঁয়েছিলেন দুইশ উইকেটের মাইলফলক। তাইজুল মাত্র ৪৮ টেস্টেই সেই সংখ্যা অতিক্রম করে এগিয়ে যান। নিজের রেকর্ড হারাতে দেখে সাকিবও অভিনন্দন জানিয়েছেন তাইজুলকে এবং আশা প্রকাশ করেছেন, ক্যারিয়ারের শেষে তার উইকেট সংখ্যা পৌঁছে যাবে ৪০০–তে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গুতে একদিনে ৮ মৃত্যু, হাসপাতালে ৭৭৮

ডেঙ্গুতে একদিনে ৮ মৃত্যু, হাসপাতালে ৭৭৮

আইরিশদের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

আইরিশদের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

সুষ্ঠু নির্বাচনে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের

সুষ্ঠু নির্বাচনে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই

স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App