আশরাফুলের কাজ নিয়ে এখনই মন্তব্য করতে নারাজ রাজ্জাক
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০২:৩২ পিএম
বাংলাদেশ দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল এবং টিম ডিরেক্টর আব্দুর রাজ্জাক। ছবি : সংগৃহীত
সাম্প্রতিক কয়েকটি সিরিজে ব্যাট হাতে ধারাবাহিক ব্যর্থতায় ভুগছিল বাংলাদেশ দল। টপ অর্ডার থেকে মিডল অর্ডার সব জায়গায়ই ব্যাটারদের ব্যর্থতা ছিল স্পষ্ট। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অবশেষে রানে ফিরেছেন ব্যাটাররা। প্রায় সবার ব্যাটেই দেখা গেছে রান।
এই সিরিজে দলের সঙ্গে ব্যাটিং কোচ হিসেবে ছিলেন মোহাম্মদ আশরাফুল। তবে প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল হওয়ায় এখনই তাকে কৃতিত্ব দিতে রাজি নন অনেকেই। তবুও অনুশীলনে এবং ম্যাচ চলাকালে তার দিকনির্দেশনা নজর কেড়েছে সতীর্থ ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের।
আরো পড়ুন : টেস্টে ২৫০ উইকেট নিয়ে নতুন উচ্চতায় তাইজুল
টি–টোয়েন্টি সিরিজ শুরুর আগে মঙ্গলবার বিমানবন্দরে টিম ডিরেক্টর আব্দুর রাজ্জাক বলেন, ‘আশরাফুল খুব অভিজ্ঞ খেলোয়াড়। যেহেতু মাত্র একটা সিরিজ কাজ করেছে, অল্প সময়ের মধ্যে মূল্যায়ন করা কঠিন। এসব ইনক্লুশনের আসল প্রভাব বুঝতে সময় লাগে। তাই হুট করে মন্তব্য করা মুশকিল।’
তিনি বলেন, ‘টেকনিকের চেয়ে ট্যাকটিকসের ব্যাপারেই আশরাফুল বেশি মনোযোগ দিচ্ছে। সে কথা বলছে, পরামর্শ দিচ্ছে। আমি দেখেছি, প্র্যাকটিস হোক বা ম্যাচ, সবসময়ই ব্যাটারদের কাছাকাছি থাকে। আমার মনে হয় এর ইতিবাচক প্রভাব পড়বে, ইনশাআল্লাহ।’
