×

পাকিস্তান

পাকিস্তানের বোমা হামলায় আফগানিস্তানে নিহত ১০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০২:৪৯ পিএম

পাকিস্তানের বোমা হামলায় আফগানিস্তানে নিহত ১০

ছবি : সংগৃহীত

আফগানিস্তানের খোস্ত প্রদেশের গুরবুজ জেলায় পাকিস্তান বোমা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তালেবান সরকার। সোমবার মধ্যরাতের এই হামলায় অন্তত ৯ শিশু ও এক নারী নিহত হয়েছেন।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ মঙ্গলবার (২৫ নভেম্বর) এক্সে দেওয়া পোস্টে দাবি করেন, পাকিস্তানের বাহিনী ওয়ালিয়াত খান নামে এক বেসামরিক নাগরিকের বাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে। নিহত শিশুদের মধ্যে পাঁচজন ছেলে ও চারজন কন্যা। তিনি আরো বলেন, কুনারের উত্তরাঞ্চল এবং পাকতিকা প্রদেশের পূর্বাঞ্চলেও পৃথক বিমান হামলার ঘটনা ঘটেছে।

অভিযোগের বিষয়ে পাকিস্তান এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। সম্প্রতি সীমান্ত উত্তেজনার পর দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি নাজুক হয়ে পড়ে। আলোচনার অচলাবস্থার জন্য উভয় দেশই একে অপরকে দায়ী করছে। এমন পরিস্থিতিতে নতুন এই অভিযোগ আবারও উত্তেজনা বাড়াতে পারে।

আরো পড়ুন : আফগানিস্তানে ফের হামলার হুঁশিয়ারি পাকিস্তানের

এর আগে সোমবার পাকিস্তানের পেশোয়ারে আধাসামরিক বাহিনী ফেডারেল কনস্ট্যাবুলারির সদরদপ্তর লক্ষ্য করে আত্মঘাতী হামলা হয়। পরদিনই আফগানিস্তানে হামলার অভিযোগ উঠল। পেশোয়ারে হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান তালেবানের (টিটিপি) ভিন্নমতাবলম্বী গোষ্ঠী জামাতুল আহরার।

রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পেশোয়ারে হামলাকারীরা আফগান নাগরিক। আর প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ‘বিদেশি সমর্থিত ফিতনা আল-খাওয়ারিজ’কে দায়ী করেছেন। সাধারণত এ শব্দবন্ধটি ব্যবহার করে আফগানিস্তানে ঘাঁটি গড়া তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) বোঝায় ইসলামাবাদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পরিবার থেকে রাজনীতি: বাংলাদেশের সামাজিক ও নৈতিক চিত্র

পরিবার থেকে রাজনীতি: বাংলাদেশের সামাজিক ও নৈতিক চিত্র

মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের বিচার শুরু

মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের বিচার শুরু

পর্যবেক্ষকদের নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান সিইসির

পর্যবেক্ষকদের নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান সিইসির

চট্টগ্রাম বন্দর পরিচালনা নিয়ে হাইকোর্টের রায় যেদিন

চট্টগ্রাম বন্দর পরিচালনা নিয়ে হাইকোর্টের রায় যেদিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App