×

অর্থনীতি

দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৬:২০ পিএম

দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম

ছবি : সংগৃহীত

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এক লাফে প্রতি ভরিতে সর্বোচ্চ ১৬ হাজার টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এতে ভালো মানের স্বর্ণের দাম দুই লাখ ৮৬ হাজার টাকা ছাড়িয়ে গেছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাজুসের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঘোষিত নতুন দাম সকাল ১০টা ১৫ মিনিট থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, তেজাবি বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির কারণে স্থানীয় বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।

এদিকে আন্তর্জাতিক বাজারেও ঊর্ধ্বমুখী রয়েছে স্বর্ণের দাম। বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি-এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ৫৫০ ডলার ছাড়িয়েছে।

দেশীয় বাজারে নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৮৬ হাজার টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ৭২ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৩৩ হাজার ৯৮০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৯৩ হাজার ৩৯ টাকা।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বৃদ্ধি পেয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৮ হাজার ৫৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৮ হাজার ১৬৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৯৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৭৮২ টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ক্ষুদ্রঋণ গ্রহীতাই হবেন ব্যাংকের মালিক

অধ্যাদেশ জারি ক্ষুদ্রঋণ গ্রহীতাই হবেন ব্যাংকের মালিক

নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিতে হবে

রাজশাহীতে তারেক রহমান নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিতে হবে

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, আসামি গ্রেপ্তারে আল্টিমেটাম

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, আসামি গ্রেপ্তারে আল্টিমেটাম

দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম

দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App