ইরানে যুদ্ধ নিয়ে এবার তুরস্কের হুঁশিয়ারি
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০২:৩২ পিএম
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: সংগৃহীত
ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলা নিয়ে এবার কঠোর সতর্কবার্তা দিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কোনো হামলা হলে তা হবে একটি বড় ভুল। তিনি উভয় পক্ষকে সংযম দেখিয়ে কূটনৈতিক পথে বিরোধপূর্ণ বিষয়গুলোর সমাধানের আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক অনলাইন প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হাকান ফিদান আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার মার্কিন বন্ধুদের প্রতি পরামর্শ হলো—ইরানের সঙ্গে বিদ্যমান সমস্যাগুলো একে একে সমাধান করুন। পারমাণবিক ইস্যু দিয়ে শুরু করা যেতে পারে, এরপর অন্যান্য বিষয় নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব।’
আরো পড়ুন : বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান
আঞ্চলিক আস্থার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে হাকান ফিদান বলেন, ইরানকে এই অঞ্চলে বিশ্বাসযোগ্যতা গড়ে তুলতে হবে। আঞ্চলিক দেশগুলো ইরানকে কীভাবে দেখছে, সে বিষয়ে তাদের মনোযোগী হওয়া উচিত। কারণ হিসেবে তিনি বলেন, ‘ইরান এই অঞ্চল ছেড়ে যাচ্ছে না, আমরাও কোথাও যাচ্ছি না।’
এদিকে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন। ট্রাম্পের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সম্ভাব্য যেকোনো হামলার জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং তা হবে তাৎক্ষণিক ও শক্তিশালী।
