×

ভারত

বঙ্গোপসাগরে যৌথ সামরিক মহড়া করছে ভারত-রাশিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৩:১০ পিএম

বঙ্গোপসাগরে যৌথ সামরিক মহড়া করছে ভারত-রাশিয়া

ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগরে যৌথ সামরিক মহড়া আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ভারত ও রাশিয়া। আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মিলান ২০২৬ নাভাল এক্সারসাইজ’ নামে এই যৌথ নৌ মহড়া।

রুশ নৌবাহিনীর অধিভুক্ত সংস্থা রাশিয়ান মেরিটাইম বোর্ডের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাস এক প্রতিবেদনে জানিয়েছে, এই মহড়ায় রাশিয়ার প্যাসিফিক ফ্লিটের ফ্রিগেট মার্শাল রণতরী শাপোশনিকভসহ একাধিক যুদ্ধজাহাজ অংশ নেবে। বিশাল আকৃতির এই যুদ্ধজাহাজটি অত্যাধুনিক সামরিক সক্ষমতায় সমৃদ্ধ। সাগর থেকেই এটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও সাবমেরিন বিধ্বংসী গাইডেড মিসাইল নিক্ষেপ করতে সক্ষম। খবর তাসের।

রাশিয়ার নৌবাহিনী সাধারণত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক টহলে মার্শাল শাপোশনিকভ ব্যবহার করে থাকে। যৌথ মহড়ায় অংশ নিতে যুদ্ধজাহাজটি ইতোমধ্যে বঙ্গোপসাগরের উদ্দেশে যাত্রা শুরু করেছে। রাশিয়ান মেরিটাইম বোর্ডের এক বিবৃতিতে জানানো হয়, বুধবার যুদ্ধজাহাজটি ওমানের মাস্কাট বন্দর অতিক্রম করেছে।

আরো পড়ুন : রাশিয়ার সঙ্গে ১০ হাজার কোটি ডলারের বাণিজ্যচুক্তি স্বাক্ষর ভারতের

বিবৃতিতে আরো বলা হয়, বঙ্গোপসাগরে নির্ধারিত মহড়া শেষে মার্শাল শাপোশনিকভ ভারতের তামিলনাড়ু রাজ্যের বিশাখাপত্তম বন্দরের উদ্দেশে রওনা দেবে এবং আগামী ১৮ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে সেখানে পৌঁছাবে।

উল্লেখ্য, বঙ্গোপসাগরে এই যৌথ সামরিক মহড়ার বিষয়টি তিন মাস আগেই ঘোষণা করেছিল ভারতীয় নৌবাহিনী। ২০২৫ সালের অক্টোবরে দেওয়া এক ঘোষণায় ভারতের নৌবাহিনীর ভাইস চিফ অ্যাডমিরাল সঞ্জয় বাৎসায়ন ‘মিলান ২০২৬’ মহড়ার বিষয়টি প্রকাশ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ক্ষুদ্রঋণ গ্রহীতাই হবেন ব্যাংকের মালিক

অধ্যাদেশ জারি ক্ষুদ্রঋণ গ্রহীতাই হবেন ব্যাংকের মালিক

নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিতে হবে

রাজশাহীতে তারেক রহমান নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিতে হবে

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, আসামি গ্রেপ্তারে আল্টিমেটাম

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, আসামি গ্রেপ্তারে আল্টিমেটাম

দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম

দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App