×

শিক্ষা

আরো বাড়লো এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০১:৩৮ পিএম

আরো বাড়লো এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা

ছবি : সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (২১ অক্টোবর) শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরার ও আন্দোলনরত শিক্ষক নেতাদের মধ্যে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীরা ১ নভেম্বর থেকে ৭ দশমিক ৫ শতাংশ (ন্যূনতম ২০০০ টাকা) এবং আগামী জুলাই থেকে আরো ৭ দশমিক ৫ শতাংশ, মোট ১৫ শতাংশ বাড়িভাড়া ভাতা পাবেন।

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরার এই সিদ্ধান্তকে শিক্ষকদের জন্য একটি ন্যায্য ও টেকসই সাফল্য হিসেবে উল্লেখ করে বলেন, শিক্ষকদের আন্দোলন আমাদের বাস্তবতা বুঝিয়েছে। সরকার দায়িত্বশীলভাবে সাড়া দিয়েছে। আজ আমরা এমন এক অবস্থানে পৌঁছেছি যেখানে সম্মান, সংলাপ ও সমঝোতাই জয়ী হয়েছে। এখন সময় ক্লাসে ফিরে যাওয়ার।

আরো পড়ুন : মানবাধিকার রক্ষাসহ আ. লীগের কার্যক্রমে বিস্তৃত পরিসরে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

তিনি বলেন, শিক্ষকরা আরো অধিক সম্মানের দাবিদার। তাদের জীবনমান উন্নয়নে রাষ্ট্রের সচেষ্ট থাকা প্রয়োজন। এটি কারো একার জয় নয়, এটি সম্মিলিত সাফল্য।

উপদেষ্টা জানান, নেপথ্যে থেকে শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয়, উপদেষ্টা পরিষদ ও প্রধান উপদেষ্টার সঙ্গে সমন্বয় করে শিক্ষকদের দাবিগুলো ন্যায্যভাবে বাস্তবায়নের চেষ্টা করেছে।

এদিকে, মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে চলমান আন্দোলনে অংশ নিয়ে এরই মধ্যে ৬ শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্যসচিব ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সভাপতি অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজীসহ অসুস্থ শিক্ষকদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আদনান হাবিবুর রহমান।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওষুধ শিল্পে ৪ হাজার কোটি টাকা ক্ষতির আশঙ্কা

কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড ওষুধ শিল্পে ৪ হাজার কোটি টাকা ক্ষতির আশঙ্কা

এক মাস আগে জোবায়েদকে হত্যার পরিকল্পনা করা হয়: পুলিশ

এক মাস আগে জোবায়েদকে হত্যার পরিকল্পনা করা হয়: পুলিশ

একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১ হাজার ৯৮৮ কোটি টাকা

একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১ হাজার ৯৮৮ কোটি টাকা

ওয়েস্ট ইন্ডিজের বিরল রেকর্ড, বাংলাদেশের ১০০

ওয়েস্ট ইন্ডিজের বিরল রেকর্ড, বাংলাদেশের ১০০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App