ফ্যাসিস্ট চক্র ও প্রতিবেশি দেশের ইন্ধনে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৩:০৮ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত
ফ্যাসিস্ট চক্রের দোসর ও প্রতিবেশি দেশের সহায়তায় বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্গাপূজা উপলক্ষে কিছু ফ্যাসিস্ট চক্র তাদের সহযোগী ও বুদ্ধিজীবীদের ইন্ধনে কয়েকটি পূজা মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় অনুভূতিকে উসকে দেওয়ার চেষ্টা করেছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকা, গোয়েন্দা নজরদারি ও পূজা উদ্যাপন কমিটির সহযোগিতায় এই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।
আরো পড়ুন : জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন শিগগিরই
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, খাগড়াছড়িতে এক মারমা কিশোরীর ধর্ষণের অভিযোগ তুলে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা হয়েছিল। কিন্তু মেডিকেল পরীক্ষার প্রতিবেদনে ধর্ষণের কোনো আলামত মেলেনি।
তিনি আরো বলেন, খাগড়াছড়িতে জারি করা ১৪৪ ধারা ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে সেখানে পরিস্থিতি স্বাভাবিক এবং জনজীবন নির্বিঘ্নে চলছে।