×

আইন-বিচার

সাইফুজ্জামানের আরামিট গ্রুপের স্থাবর সম্পত্তি ক্রোক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৩:৩৩ পিএম

সাইফুজ্জামানের আরামিট গ্রুপের স্থাবর সম্পত্তি ক্রোক

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্ত্রী রুকমীলা জামান। ছবি : সংগৃহীত

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী রুকমীলা জামান, ভাই আনিসুজ্জামান চৌধুরী ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানের নামে থাকা অস্থাবর ও স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (৫ অক্টোবর) দুদকের আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল।

ক্রোককৃত স্থাবর সম্পদের মধ্যে রয়েছে, চট্টগ্রামের আর নিজাম রোডে ২৪৯৯ স্কয়ারফুটের একটি ফ্ল্যাট, পাঁচলাইশের প্রবর্তক সার্কেলে ১৯১৭ স্কয়ারফুটের একটি ফ্ল্যাট এবং পূর্ব নাসিরাবাদে আরামিট সিমেন্টের নামে ২১৩৫ স্কয়ারফুটের একটি ফ্ল্যাট। এছাড়া আরামিট গ্রুপের আরামিট পিএলসি, পাওয়ার লিমিটেড, ফুটওয়্যার লিমিটেডসহ ৮টি প্রতিষ্ঠানের সম্পত্তি, অবকাঠামো ও যন্ত্রপাতিও ক্রোকের আওতায় আনা হয়েছে।

আরো পড়ুন : ফ্যাসিস্ট চক্র ও প্রতিবেশি দেশের ইন্ধনে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান আদালতে এসব সম্পদ ক্রোকের আবেদন করেন। আবেদনে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে নয় সদস্যের একটি যৌথ অনুসন্ধান দল কাজ করছে।

এতে আরো উল্লেখ করা হয়, অভিযুক্তরা তাদের স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা চালাচ্ছেন। এসব সম্পদ হাতবদল হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতির আশঙ্কা রয়েছে। এ কারণেই অবিলম্বে সম্পদগুলো ক্রোক করা প্রয়োজন বলে আদালতে আবেদন জানানো হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আফগানিস্তানকে হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামছে টাইগাররা

আফগানিস্তানকে হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামছে টাইগাররা

সাইফুজ্জামানের আরামিট গ্রুপের স্থাবর সম্পত্তি ক্রোক

সাইফুজ্জামানের আরামিট গ্রুপের স্থাবর সম্পত্তি ক্রোক

গঙ্গাচড়ায় হঠাৎ ঝড়ে ক্ষতিগ্রস্ত ৬ শতাধিক বাড়িঘর

গঙ্গাচড়ায় হঠাৎ ঝড়ে ক্ষতিগ্রস্ত ৬ শতাধিক বাড়িঘর

ফ্যাসিস্ট চক্র ও প্রতিবেশি দেশের ইন্ধনে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফ্যাসিস্ট চক্র ও প্রতিবেশি দেশের ইন্ধনে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App