জাপানি যুদ্ধবিমান প্রশান্ত মহাসাগরে বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ০৮:৩৪ এএম

পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে।
জাপানের একটি যুদ্ধবিমান প্রশান্ত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির বিমান বাহিনী। এ ঘটনায় পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে।
জাপানি সংবাদমাধ্যম কিয়োডো নিউজ জানিয়েছে, পূর্ব জাপানে সেলফ-ডিফেন্স ফোর্সেসের একটি এফ-২এ সিঙ্গেল-জেট যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।
জাপানের বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার (০৭ আগস্ট) স্থানীয় সময় দুপুরের পরপরই ইবারাকি প্রদেশের হায়াকুরি বিমানঘাঁটি থেকে বিমানটি প্রশিক্ষণ উড্ডয়নের পরপরই সাগরে আছড়ে পড়ে।
এতে আরও বলা হয়, এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি এবং তদন্ত শুরু হয়েছে।
এর আগে গত মে মাসে দেশটির একটি টি-৪ সামরিক প্রশিক্ষণ বিমান আইচির কেন্দ্রীয় প্রদেশে বিধ্বস্ত হয়, এতে দুই পাইলট নিহত হন।