যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’ কংগ্রেসে পাস, বড় জয় দাবি করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ০৯:২১ এএম

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচিত ‘বিগ বিউটিফুল বিল’ দেশটির কংগ্রেসে শেষ বাধাও অতিক্রম করেছে। কর হ্রাস ও সরকারি ব্যয় হ্রাস–সংক্রান্ত এই বিশাল প্যাকেজটি স্থানীয় সময় বৃহস্পতিবার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অল্প ভোটের ব্যবধানে পাস হয়।
বিলটি প্রতিনিধি পরিষদে ২১৮–২১৪ ভোটে অনুমোদন পায়। এরপর প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন এতে স্বাক্ষর করেন। কংগ্রেসের উভয় কক্ষে বিলটি পাস হওয়াকে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বড় একটি রাজনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
বিলটি নিয়ে রিপাবলিকান পার্টির মধ্যেই মতবিরোধ থাকলেও শেষ পর্যন্ত দলের জ্যেষ্ঠ নেতাদের সমর্থনে এটি পাস হয়। এর জন্য প্রেসিডেন্ট ট্রাম্প দলীয় নেতাদের ধন্যবাদ জানিয়েছেন। এখন তিনি এতে স্বাক্ষর করলেই এটি আইনে পরিণত হবে।
এর আগে মঙ্গলবার সিনেটে বিলটি ৫১–৫০ ভোটে পাস হয়। সমান ভোট পড়ায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স টাই ভেঙে বিলের পক্ষে ভোট দেন। এই ভোটে ৪৭ জন ডেমোক্র্যাট সদস্যের পাশাপাশি তিনজন রিপাবলিকানও বিলটির বিপক্ষে অবস্থান নেন।
এই আইনের অধীনে কর হ্রাসের পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাজেট কমানোর প্রস্তাব রয়েছে। সেনাবাহিনীর খাতে বরাদ্দ বাড়ানো এবং অভিবাসন নিয়ন্ত্রণে অতিরিক্ত ব্যয়ও অন্তর্ভুক্ত রয়েছে।
বিলটি মূলত ট্রাম্পের ২০১৭ সালের কর ছাড় নীতির সম্প্রসারিত রূপ। তবে এর ফলে যুক্তরাষ্ট্রের দরিদ্র ও মাঝারি আয়ের মানুষের ওপর চাপ বাড়তে পারে। কারণ, এই প্রস্তাবনা অনুযায়ী ‘মেডিকেইড’ স্বাস্থ্যসেবা এবং খাদ্য সহায়তা কর্মসূচির বাজেট থেকে প্রায় ৯৩০ বিলিয়ন ডলার কমিয়ে দেওয়া হবে। এর ফলে লাখ লাখ মানুষ স্বাস্থ্য বিমার সুরক্ষা থেকে বঞ্চিত হতে পারেন।