ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়া

কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ০৪:৩৭ পিএম

অস্ট্রেলিয়ায় ফিলিস্তিনের পক্ষে লাখো মানুষের মিছিল। ছবি: এএফপি
আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে অস্ট্রেলিয়া স্বীকৃতি দেবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে সহিংসতার চক্র ভাঙতে এবং গাজায় সংঘাত ও দুর্ভিক্ষের অবসান ঘটাতে দ্বি-রাষ্ট্রীয় সমাধানই মানবতার সবচে বড় আশা।
অ্যান্থনি আলবানিজ বলেন, ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছ থেকে সাধারণ নির্বাচন আয়োজন এবং ইসরায়েলের অস্তিত্বের অধিকারকে স্বীকৃতি দেয়ার প্রতিশ্রুতি পেয়েছে অস্ট্রেলিয়া।
এর আগে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডাও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে। এছাড়া গত বছর ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে।
যদিও গাজায় যুদ্ধ বন্ধ করার জন্য ক্রমবর্ধমান চাপের মুখে ইসরায়েল বারবার এ কথাই বলেছে যে, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়া ‘সন্ত্রাসবাদকে পুরস্কৃত করে’।
এছাড়া অস্ট্রেলিয়ায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত এক বিবৃতিতে বলেছেন, অ্যান্থনি আলবানিজের এই বক্তব্য ‘হামাসের অবস্থানকে দৃঢ় করে’।