×

মধ্যপ্রাচ্য

গাজায় ফের ইসরায়েলি হামলা, যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের শঙ্কা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১১:১৯ এএম

গাজায় ফের ইসরায়েলি হামলা, যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের শঙ্কা

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও ইসরায়েলি বিমান হামলা ও গুলিবর্ষণে অন্তত কয়েকজন নিহত হয়েছেন। নতুন এই হামলার পর হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়ার আশঙ্কা বেড়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গঠিত এই যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে ওয়াশিংটন।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের তথ্যমতে, গাজা সিটির পূর্বাঞ্চলের আল-শাআফ এলাকায় দুটি পৃথক হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতরা নিজেদের ধ্বংসস্তূপে পরিণত বাড়িঘর দেখতে ফিরে আসার সময় ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারান।

অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা গুলি চালিয়েছে কয়েকজন হামাস যোদ্ধার দিকে, যারা “হলুদ সীমারেখা” অতিক্রম করে শুজাইয়ার দিকে এগিয়ে আসছিল এবং সেনাদের জন্য সরাসরি হুমকি তৈরি করেছিল।

এই হলুদ রেখাটি হলো গত ৪ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশিত মানচিত্রে নির্ধারিত একটি সীমারেখা, যার পেছনে ইসরায়েলি বাহিনী অবস্থান করছে। তবে স্থানীয়রা বলছেন, রেখাটির অবস্থান নিয়ে ব্যাপক বিভ্রান্তি রয়েছে। গাজার তুফাহ এলাকার এক বাসিন্দা সামির বলেন, পুরো এলাকা ধ্বংস হয়ে গেছে। মানচিত্রে যা দেখানো হয়েছে, বাস্তবে তার কোনো স্পষ্ট চিহ্ন নেই।

যুক্তরাষ্ট্রের উদ্যোগে গত ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও গাজায় একাধিকবার সহিংসতা ও হামলার ঘটনা ঘটেছে। গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত অন্তত ৯৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গত রোববার ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪২ জন নিহত হন, যাদের মধ্যে শিশুরাও ছিল। ইসরায়েল দাবি করে, ওই হামলা রাফাহ এলাকায় হামাস যোদ্ধাদের গুলিতে দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে চালানো হয়। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, রাফাহর ইসরায়েলি নিয়ন্ত্রিত অংশে তাদের কোনো ইউনিট সক্রিয় নয়।

হামাসের এক কর্মকর্তা অভিযোগ করেছেন, ইসরায়েল পুনরায় যুদ্ধ শুরু করার অজুহাত তৈরি করছে। সংগঠনটি জানিয়েছে, এখন পর্যন্ত তারা ২০ জন জীবিত ইসরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছে এবং মৃতদেহগুলো হস্তান্তরের প্রক্রিয়া চলছে, যদিও ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে তা বাধাগ্রস্ত হচ্ছে।

এর মধ্যে গত রোববার ইসরায়েল গাজায় মানবিক সাহায্য পাঠানো বন্ধের হুমকি দিলেও পরে আবার ঘোষণা দেয়, তারা যুদ্ধবিরতি কার্যকর রাখবে। জাতিসংঘের মুখপাত্র স্টেফান ডুজারিক জানিয়েছেন, সহায়তা পাঠানো পুনরায় শুরু হয়েছে, তবে সহায়তার পরিমাণ স্পষ্ট নয়।

আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজযুম জানান, বাস্তবে ইসরায়েল এখনো গাজার পথে সাহায্যের ট্রাকগুলো আটকে রেখেছে। তিনি বলেন, বিভিন্ন সামরিক চেকপয়েন্টে মানবিক ত্রাণসামগ্রী বোঝাই ট্রাকগুলো দাঁড়িয়ে আছে, এগুলোকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।

তিনি জানান, সোমবার ইসরায়েল খান ইউনিসের পূর্বাঞ্চলেও বিমান হামলা চালিয়েছে, যা স্থানীয়দের মধ্যে যুদ্ধবিরতি পুরোপুরি ভেঙে যাওয়ার আশঙ্কা আরো বাড়িয়েছে।

এমন পরিস্থিতিতে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ’র প্রধান ফিলিপ লাজারিনি এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে বলেছেন, গাজার এই ভঙ্গুর যুদ্ধবিরতি যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। তিনি একই সঙ্গে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের স্পষ্ট ঘটনাগুলোর তদন্তের আহ্বান জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওষুধ শিল্পে ৪ হাজার কোটি টাকা ক্ষতির আশঙ্কা

কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড ওষুধ শিল্পে ৪ হাজার কোটি টাকা ক্ষতির আশঙ্কা

এক মাস আগে জোবায়েদকে হত্যার পরিকল্পনা করা হয়: পুলিশ

এক মাস আগে জোবায়েদকে হত্যার পরিকল্পনা করা হয়: পুলিশ

একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১ হাজার ৯৮৮ কোটি টাকা

একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১ হাজার ৯৮৮ কোটি টাকা

ওয়েস্ট ইন্ডিজের বিরল রেকর্ড, বাংলাদেশের ১০০

ওয়েস্ট ইন্ডিজের বিরল রেকর্ড, বাংলাদেশের ১০০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App