×

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ: সুষ্ঠু নির্বাচনে পাঁচ চ্যালেঞ্জ

Icon

ঝর্ণা মনি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৯ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ: সুষ্ঠু নির্বাচনে পাঁচ চ্যালেঞ্জ

ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচন আয়োজনে একদিকে বিএনপির ক্রমাগত চাপ, অন্যদিকে নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে জামায়াতের অভিযোগের মধ্যেই আগামী ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ সংসদ নির্বাচনের কথা বলছে অন্তর্বর্তী সরকার। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করলেও রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এদিকে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের সামনে পাঁচ ধরনের চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞরা। তাদের মতে, নির্বাচনের প্রতি জনগণ এবং রাজনৈতিক দলের আস্থা ফেরানো, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ দূর করা, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি করাই বড় চ্যালেঞ্জ। 

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোনো বিকল্প আমাদের হাতে নেই, এই বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.  মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এই মন্তব্য করেন তিনি।

তবে নির্বাচন কমিশন এবং ব্যবস্থার ওপর মানুষের ‘আস্থা নষ্ট’ হয়ে গেছে মন্তব্য করে মানুষকে ভোটকেন্দ্রে নিয়ে আসাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সম্প্রতি (৬ আগস্ট) রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গ টেনে তিনি বলেন, মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। মানুষের আস্থা ফিরিয়ে আনা এখন এক নম্বর চ্যালেঞ্জ হয়ে গেছে। আসলে ভোটারদের দোষ দিয়ে লাভ নেই। ভোটাররা নির্বাচন কমিশনের ওপর আস্থা হারিয়েছে; নির্বাচন ব্যবস্থার ওপর আস্থা হারিয়েছে।

রাজনীতিবিদ ও বিশ্লেষকরা মনে করছেন, সরকারের সামনে নির্বাচন নিয়ে প্রধান চ্যালেঞ্জ হচ্ছে আস্থা ফিরিয়ে আনা। এই আস্থা নাগরিকদের মধ্যে যেমন ফিরিয়ে আনতে হবে; তেমনি ফেরাতে হবে রাজনৈতিক দলের মধ্যেও। আর রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আস্থা জরুরি। তাদের কথা, নির্বাচনে আইনশৃঙ্খলাও একটি বড় চ্যালেঞ্জ। নির্বাচন কমিশনের একক যে কাজ তা সরকার সহায়তা করলে তেমন কঠিন হবে না। আসল কাজ হলো সবাইকে নির্বাচনমুখী করা।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, রাষ্ট্রকাঠামোর ক্ষেত্রে কতগুলো পরিবর্তন নিশ্চিত করার জন্য আগামী নির্বাচন। রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনগুলোর ব্যাপারে একমত হওয়া না গেলে নির্বাচনের মাধ্যমে দেশ যে জায়গায় যাবে, তাতে মৌলিক কোনো হেরফের ঘটবে না। 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনমুখী হয় তাহলে নির্বাচন নিয়ে যে কোনো ধরনের অনিশ্চয়তা কেটে যাবে। এখন বিএনপি, জামায়াত এবং এনসিপির মধ্যে নির্বাচন নিয়ে নানা ইস্যুতে অনৈক্য আছে। জুলাই সনদ নিয়ে আছে মতবিরোধ। এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে তাদের মধ্যে ঐকমত্য হয়নি। বিএনপি চায় নির্বাচিত সংসদ এটা করবে। জামায়াত গণভোট চায়। আর এনসিপি চায় গণপরিষদ নির্বাচন। এই ইস্যুর সমাধান প্রয়োজন। আর জাতীয় পার্টি নিষিদ্ধ করারও একটা ইস্যু আছে। জামায়াত চায় আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে নির্বাহী আদেশে সন্ত্রাস দমন আইনে নিষিদ্ধ করা হয়েছে, জাতীয় পার্টির কার্যক্রমও সেভাবেই নিষিদ্ধ করা হোক। এনসিপিও তাই চায়। তবে বিএনপির কথা কোনো নির্বাহী আদেশে নয়, সেটা করা হোক বিচারের মাধ্যমে।

আগামী সংসদের মাধ্যমে সংবিধান-সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়ন চায় বিএনপি। তারা মনে করে, এটাই একমাত্র বৈধ পথ। তবে নির্বাচনের আগে সংস্কার বাস্তবায়নের কোনো বৈধ, আইনানুগ বা সাংবিধানিক পন্থা কেউ বের করতে পারলে বিএনপি তা মানতে রাজি আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যারা গণপরিষদ চান বা পিআর পদ্ধতি চান, তারা এটি তাদের নির্বাচনী ইশতেহারে রাখতে পারেন। জনগণ যদি সেটি মেনে নেয়, ওই দলগুলো যদি সংসদে যায়, তারা তা করবে। কিন্তু একজনের আদর্শ আরেকজনের ওপর চাপানো হবে কেন? বিএনপির এই নেতা বলেন, পিআর পদ্ধতির মাধ্যমে দুর্বল সরকারব্যবস্থা প্রতিষ্ঠিত হলে দেশে স্থিতিশীলতা আসবে না। নির্বাহী বিভাগকে পঙ্গু করে দেয়ার মতো কোনো সংস্কার করতে চাইলে মানুষের এজেন্ডা বাস্তবায়ন হবে না। 

এদিকে নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে জামায়াত ইসলামী। সম্প্রতি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুহাম্মদ উল্লাহ বলেন, অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া, জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। তিনি বলেন, যেনতেন উপায়ে কারো চাপিয়ে দেয়া নির্বাচন জনগণ মেনে নেবে না। জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে সেই অনুযায়ী পিআর পদ্ধতিতে অবিলম্বে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করার জন্য জোর দাবি জানাচ্ছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রকাশ্যে এসেই ‘বোমা ফাটালেন’ নেপালের সাবেক প্রধানমন্ত্রী

প্রকাশ্যে এসেই ‘বোমা ফাটালেন’ নেপালের সাবেক প্রধানমন্ত্রী

ঢাকার সড়ক ব্যাটারি রিকশার জঙ্গল

১৬ লাখ অবৈধ রিকশার চলাচল, নেই নিয়ন্ত্রণ ঢাকার সড়ক ব্যাটারি রিকশার জঙ্গল

সেবায় সংকট, প্রশাসন ভারী: স্বাস্থ্যে ৭৮ হাজার পদ খালি

সেবায় সংকট, প্রশাসন ভারী: স্বাস্থ্যে ৭৮ হাজার পদ খালি

কোমল হাতের ছোঁয়ায় পূর্ণতা পাচ্ছেন ‘মৃন্ময়ী’

দুর্গোৎসব কোমল হাতের ছোঁয়ায় পূর্ণতা পাচ্ছেন ‘মৃন্ময়ী’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App