×

সিলেট

২ শিশুর ঝগড়া থেকে ২ গ্রামে সংঘর্ষ, আহত ২০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১২:৪১ পিএম

২ শিশুর ঝগড়া থেকে ২ গ্রামে সংঘর্ষ, আহত ২০

ছবি : সংগৃহীত

হবিগঞ্জের বাহুবলে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে বড়ইউড়ি ও বাহুবল গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। টানা তিন ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার মধ্যবাজার এলাকায় এ সংঘর্ষ চলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল থেকেই দুই গ্রামের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সন্ধ্যার পর উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি হলে সংঘর্ষ শুরু হয় এবং ধীরে ধীরে তা ব্যাপক আকার ধারণ করে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহতদের মধ্যে কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে রাত ১০টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় ১৫–২০ জন আহত হয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া দায় এড়াতে পারবে না ইউনূস সরকার

মির্জা ফখরুল গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া দায় এড়াতে পারবে না ইউনূস সরকার

বাতিল হলো ১২৮ ‘জুলাই যোদ্ধা’র গেজেট

বাতিল হলো ১২৮ ‘জুলাই যোদ্ধা’র গেজেট

একদিনে ১০০০ মিমি বৃষ্টিপাত, ভয়াবহ বন্যায় লক্ষাধিক ঘরবাড়ি প্লাবিত

একদিনে ১০০০ মিমি বৃষ্টিপাত, ভয়াবহ বন্যায় লক্ষাধিক ঘরবাড়ি প্লাবিত

ট্রলারসহ ৭ বাংলাদেশি জেলে অপহরণ

ট্রলারসহ ৭ বাংলাদেশি জেলে অপহরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App