রাজধানীতে গরমের দাপট অব্যাহত, আজও শুষ্ক আবহাওয়া

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১০:২৪ এএম

আকাশে হালকা মেঘ থাকলেও গরমের তীব্রতা কমার কোনো সম্ভাবনা নেই। ছবি : সংগৃহীত
রাজধানী ঢাকায় কয়েকদিন ধরেই বৃষ্টিহীন আকাশে তীব্র রোদে নাজেহাল নগরবাসী। রোববার (১৯ অক্টোবর)ও রাজধানী ও আশপাশের এলাকায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এছাড়াও আকাশে হালকা মেঘ থাকলেও গরমের তীব্রতা কমার কোনো সম্ভাবনা নেই।
রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বাতাস উত্তর বা উত্তর–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১০ কিলোমিটার বেগে প্রবাহিত হবে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এতে গরমের অস্বস্তি আরো বাড়াতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। এ কারণে বাতাসে আর্দ্রতা থাকলেও তাপমাত্রা ও অস্বস্তি দুটোই বেড়েছে।
আরো পড়ুন : নাশকতার প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা
অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের শনিবার রাতের সারাদেশের পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
সংস্থাটি আরো জানিয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ফলে রাজধানীসহ অধিকাংশ অঞ্চলে গরমের দাপট আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে।