×

আওয়ামী লীগ

রিমান্ডে নেওয়ার সময় আওয়ামী লীগ নেতার মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ এএম

রিমান্ডে নেওয়ার সময় আওয়ামী লীগ নেতার মৃত্যু

ছবি : সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে রিমান্ডে নেওয়ার প্রক্রিয়া চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষের দাবি, হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়।

নিহত নেতার নাম ওয়াসিকুর রহমান বাবু (৪৩)। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার উত্তর বাঁশবাড়িয়া গ্রামের এনায়েতুর রহমানের ছেলে। রাজনৈতিকভাবে তিনি নিষিদ্ধ ছাত্রলীগের বাড্ডা থানা শাখার সাবেক সভাপতি ছিলেন এবং বাড্ডা থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সুপার আল মামুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রিমান্ডে হস্তান্তরের সময় বাবু হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

কারাগার সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পান্থপথ এলাকায় ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ওয়াসিকুর রহমান বাবুকে গ্রেপ্তার করা হয়। পরে ২৭ সেপ্টেম্বর তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ স্থানান্তর করা হয়। ওই মামলায় আদালত তার বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরো পড়ুন : যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে

আদালতের নির্দেশ অনুযায়ী জিজ্ঞাসাবাদের জন্য রোববার (২১ ডিসেম্বর) বিকেলে পুলিশের একটি দল তাকে হেফাজতে নিতে কারাগারে আসে। কারাগারের নিয়ম অনুসারে হস্তান্তর প্রক্রিয়ার সময় ভর্তি শাখার অফিস কক্ষে তাকে একটি চেয়ারে বসানো হয়। এ সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে চেয়ার থেকে ঢলে পড়েন।

পরে তাৎক্ষণিকভাবে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি ঘিরে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাদি হত্যার বিচারে ট্রাইব্যুনাল গঠনের দাবি ইনকিলাব মঞ্চের

হাদি হত্যার বিচারে ট্রাইব্যুনাল গঠনের দাবি ইনকিলাব মঞ্চের

এবার এনসিপি নেতাকে প্রকাশ্যে মাথায় গুলি

এবার এনসিপি নেতাকে প্রকাশ্যে মাথায় গুলি

গ্রিস উপকূলে উদ্ধার অভিবাসীদের মধ্যে ৪৩৭ জনই বাংলাদেশি

গ্রিস উপকূলে উদ্ধার অভিবাসীদের মধ্যে ৪৩৭ জনই বাংলাদেশি

প্রথম আলো–ডেইলি স্টারে হামলা, গ্রেপ্তার ৯

প্রথম আলো–ডেইলি স্টারে হামলা, গ্রেপ্তার ৯

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App