×

বিএনপি

মা-ছেলের আলিঙ্গন, ফেসবুক স্ট্যাটাসে যা লিখলেন মিজানুর রহমান আজহারী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ০৮:৩৬ পিএম

মা-ছেলের আলিঙ্গন, ফেসবুক স্ট্যাটাসে যা লিখলেন মিজানুর রহমান আজহারী

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে পৌঁছেছেন। বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৫ মিনিটে তিনি বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সে হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় বিমানবন্দরে তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। মা-ছেলের এ আবেগঘন পুনর্মিলনে, দীর্ঘ সাড়ে সাত বছর পর একে অপরকে কাছে পেয়ে গলা জড়িয়ে ধরেন তারা। এ দৃশ্যটি বিমানের তলায় অপেক্ষমাণ সাংবাদিকদের ক্যামেরায় বন্দি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এই মধুর মুহূর্তটি প্রশংসা করেন লিখে বলেন, পৃথিবীর প্রতিটি মজলুম মায়ের বুক আল্লাহ তাআলা এভাবে শীতল করে দিক। হৃদয় প্রশান্তকারী এক আবেগঘন দৃশ্য!

গত মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের আমিরের পাঠানো ‘বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স’ নিয়ে খালেদা জিয়া ঢাকা ছাড়েন। তার সঙ্গে রয়েছেন ১৫ সদস্যবিশিষ্ট একটি মেডিকেল দল, যার মধ্যে খালেদা জিয়ার জামাতা সিঁথি রহমানও আছেন। 

২০১৭ সালের ১৬ জুলাই চোখ ও পায়ের চিকিৎসার জন্য লন্ডনে শেষবার গিয়েছিলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। এরপর ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যান। কারাগারে তিনি শারীরিক নানা সমস্যায় আক্রান্ত হন এবং বারবার চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হয়। দীর্ঘদিন জামিনের জন্য আদালত ও সরকারের কাছে আবেদন করার পর, ২০২০ সালের প্রথমদিকে করোনাভাইরাসের প্রকোপে তার মুক্তির মেয়াদ বাড়ানো হয় এবং ২০২০ সালের ২৫ মার্চ শর্তসাপেক্ষে তাকে ৬ মাসের অস্থায়ী মুক্তি দেয়া হয়। তার মুক্তির মেয়াদ পরবর্তী সময়ে কয়েকবার বাড়ানো হয়, সর্বশেষ ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ছেড়ে চলে যাওয়ার পর তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরবে দেখা গেছে রজবের চাঁদ, রমজানের ক্ষণগণনা শুরু

আরবে দেখা গেছে রজবের চাঁদ, রমজানের ক্ষণগণনা শুরু

সংসদ নির্বাচনের তফসিল সংশোধন ইসির

সংসদ নির্বাচনের তফসিল সংশোধন ইসির

তিন বিভাগে বাড়তে পারে শীত, কুয়াশার শঙ্কা

তিন বিভাগে বাড়তে পারে শীত, কুয়াশার শঙ্কা

নৈরাজ্য করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই: সালাহউদ্দিন আহমদ

নৈরাজ্য করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই: সালাহউদ্দিন আহমদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App