বিএনপির প্রার্থী তালিকায় সবুজ সংকেত পেলেন দুই শতাধিক নেতা

কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৪ পিএম

ছবি : সংগৃহীত
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থী তালিকা চূড়ান্তের কাজ প্রায় শেষ করেছে বিএনপি। ইতোমধ্যে দুই শতাধিক প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। আরো প্রায় ৫০টি আসনে যাচাই-বাছাই চলছে। সমমনা দল ও জোটকে আসন ছেড়ে দেওয়ার পর বাকি আসনে সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে খাতভিত্তিক টিমের মাধ্যমে ইশতেহার তৈরির কাজও শুরু করেছে দলটি।
দলীয় সূত্র জানায়, শীর্ষ নেতৃত্ব নির্বাচনকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়ে মাঠ জরিপ, তৃণমূলের মতামত ও জনপ্রিয়তার নিরিখে প্রার্থী চূড়ান্ত করছেন। তালিকা ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্ভাব্য প্রার্থীদের সবুজ সংকেত দিয়ে মাঠে নামতে নির্দেশ দিচ্ছেন। যেখানে কোন্দল রয়েছে, সেখানে স্কাইপে সংযুক্ত হয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার বার্তাও দিচ্ছেন তিনি।
ঢাকায় কারা সংকেত পেলেন
ঢাকার ১৫টি আসনের মধ্যে কয়েকটি আসনে প্রার্থী চূড়ান্ত হয়েছে। ঢাকা-৪ এ তানভীর আহমেদ রবীন, ঢাকা-৮ এ মির্জা আব্বাস, ঢাকা-১৩ এ এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, ঢাকা-১৬ এ আমিনুল হক এবং ঢাকা-১৭ এ বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। স্থানীয় নেতারা জানান, এরই মধ্যে প্রার্থীরা এলাকায় কাজ শুরু করেছেন।
ঢাকার বাইরে সবুজ সংকেত পাওয়া প্রার্থীরা
উত্তরাঞ্চলে পঞ্চগড়-১ এ ব্যারিস্টার নওশাদ জমির, পঞ্চগড়-২ এ ফরহাদ হোসেন আজাদ, কুড়িগ্রাম-৩ এ তাসভীরুল ইসলাম, পাবনা-২ এ সেলিম রেজা হাবিব, পাবনা-৩ এ হাসান জাফির তুহিন এবং পাবনা-৪ এ হাবিবুর রহমান হাবিব প্রার্থী হিসেবে নিশ্চিত হয়েছেন।
আরো পড়ুন : নির্বাচনী রাজনীতি: ভোটযুদ্ধের আগে জোটযুদ্ধ
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চুয়াডাঙ্গা-১ এ শামসুজ্জামান দুদু, চুয়াডাঙ্গা-২ এ মাহমুদ হাসান খান এবং ঝিনাইদহ-৪ এ সাইফুল ইসলাম ফিরোজ মনোনয়ন পাচ্ছেন। দক্ষিণাঞ্চলে যশোর-৩ এ অনিন্দ্য ইসলাম অমিত, খুলনা-৩ এ রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ এ আজিজুল বারী হেলাল, পটুয়াখালী-৪ এ এবিএম মোশারফ হোসেন, ভোলা-২ এ হাফিজ ইব্রাহীম, ভোলা-৩ এ মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ভোলা-৪ এ নুরুল ইসলাম নয়ন, বরিশাল-১ এ জহির উদ্দিন স্বপন, বরিশাল-৩ এ জয়নুল আবেদীন এবং বরিশাল-৪ এ রাজীব আহসানকে সবুজ সংকেত দেওয়া হয়েছে।
এছাড়া ফরিদপুর-৪ এ শহীদুল ইসলাম বাবুল, জামালপুর-১ এ রশিদুজ্জামান মিল্লাত, টাঙ্গাইল-৫ এ সুলতান সালাউদ্দিন টুকু, জামালপুর-৩ এ মোস্তাফিজুর রহমান বাবুল এবং ময়মনসিংহ-৪ এ ওহাব আকন্দকে নির্দেশনা দেওয়া হয়েছে। সিলেট বিভাগে সুনামগঞ্জ-১ আসনে মাহবুবুর রহমানকে নির্বাচনী প্রস্তুতি শুরু করতে বলা হয়েছে।
তরুণদের প্রাধান্য
প্রার্থিতায় তরুণদেরও প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলের নেতারা। ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, ফজলুর রহমান খোকন, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাইফ মাহমুদ জুয়েলের মধ্যে কয়েকজন মনোনয়ন পেতে পারেন।
ঐক্যের বার্তা দিচ্ছেন তারেক রহমান
যেসব আসনে একাধিক প্রার্থী রয়েছেন, সেখানে তাদের সঙ্গে সরাসরি কথা বলে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দিচ্ছেন তারেক রহমান। দলের সিদ্ধান্ত অমান্য করলে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তাও দেওয়া হচ্ছে। বরিশাল-৫ আসনের প্রার্থীদের সঙ্গেও তিনি ইতোমধ্যে আলোচনা করেছেন।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ বলেন, দলের সিদ্ধান্ত সবাইকে মেনে নিতে হবে। নির্বাচনে দলের চূড়ান্ত প্রার্থীর পক্ষেই সবাই কাজ করবেন।