অনলাইনে মেট্রোরেলের কার্ড রিচার্জ শুরু
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০১:৩৫ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর মেট্রোরেলের র্যাপিড পাস ও এমআরটি পাসে এখন থেকে ঘরে বসেই অনলাইনে রিচার্জ করা যাবে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে আগারগাঁও স্টেশনে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।
অনুষ্ঠানে ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটির (ডিটিসিএ) নির্বাহী পরিচালক নীলিমা আখতার বলেন, অনলাইন রিচার্জ যাত্রীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে। স্টেশনে লাইনে দাঁড়িয়ে হয়রানির অবসান ঘটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মেট্রোরেলের ১৬টি স্টেশনের প্রতিটিতে দু’টি করে এভিএম স্থাপন করা হয়েছে। বাসায় বসে রিচার্জ করে স্টেশনে এসে ট্যাপ করলেই ব্যালেন্স আপডেট হবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নিখিল কুমার দাস বলেন, রেল পরিবহনকে স্বচ্ছ, সহজ ও ঝামেলামুক্ত করতে প্রযুক্তিগত উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ডিএমটিসিএলের এ উদ্যোগ যোগাযোগ খাতে যুগান্তকারী পরিবর্তনের অংশ বলেও তিনি মন্তব্য করেন।
যেভাবে পাস রিচার্জ করবেন
অনলাইন রিচার্জ করার জন্য প্রথমে ব্যবহারকারীকে www.rapidpass.com.bd ওয়েবসাইট বা অ্যাপ–এ নিবন্ধন করতে হবে এবং প্রয়োজনে তার র্যাপিড পাস কার্ডটিও রেজিস্টার করতে হবে। যেকোনো পেমেন্ট মাধ্যম ব্যবহার করে অনলাইনে রিচার্জ করা যাবে, তবে এভিএমে (AVM) ট্যাপ করার আগ পর্যন্ত রিচার্জটি “Pending/অপেক্ষমাণ” অবস্থায় থাকবে। এভিএমে ট্যাপ করার পর রিচার্জ করা ব্যালেন্স আপডেট হয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে এবং সফল রিচার্জের পর নিবন্ধিত মোবাইলে এসএমএস পাঠানো হবে। একবারে সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যায় এবং আগের পেন্ডিং রিচার্জ সম্পন্ন না হওয়া পর্যন্ত নতুন রিচার্জ করা যায় না। যদি কার্ড ব্ল্যাকলিস্টেড, রিফান্ডেড বা অবৈধ হয়, তবে রিচার্জ করা সম্ভব নয়। ব্যবহারকারী তার রিচার্জ হিস্ট্রি অ্যাপ বা ওয়েবপোর্টালের মাধ্যমে দেখতে পারবেন।
আরো পড়ুন : সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বস্তরের সহযোগিতা চাইলেন সিইসি
রিচার্জ বাতিলের ক্ষেত্রে ব্যবহারকারী চাইলে এভিএমে ট্যাপ করার আগে ৭ দিনের মধ্যে রিফান্ডের অনুরোধ করতে পারেন, তবে এ ক্ষেত্রে ৫ শতাংশ সার্ভিস চার্জ কেটে নেওয়া হবে। কোনো কার্ড ব্ল্যাকলিস্টেড থাকার কারণে অনলাইনে রিচার্জ করা হলেও এভিএমে ট্যাপ না করা পর্যন্ত ব্যালেন্স আপডেট সম্ভব না হলে ব্যবহারকারী রিফান্ড চাইতে পারবেন এবং সেক্ষেত্রেও একই হারে ৫ শতাংশ সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. শরাফত উল্লাহ খান, বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, এসএসএল কমার্সের ব্যবস্থাপনা পরিচালক হলেন সাইফুল ইসলাম প্রমুখ।
