লটারির মাধ্যমে চূড়ান্ত ৬৪ জেলার এসপি, প্রজ্ঞাপন যেকোনো দিন
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০১:৫৬ পিএম
ছবি : সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠপর্যায়ে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) নির্বাচন করেছে সরকার। সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে ম্যানুয়াল লটারির মাধ্যমে এসব এসপি চূড়ান্ত করা হয়। খুব শিগগিরই প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের চূড়ান্ত পদায়ন দেওয়া হবে।
লটারির সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আইজিপি ও ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রতিনিধিরা।
মঙ্গলবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, এসপি নির্বাচনের ক্ষেত্রে প্রথমে বাদ দেওয়া হয় তাদের, যারা অতীতে এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর পুলিশ ক্যাডারের ২৫, ২৬, ২৭ ও ২৮তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে ‘ফিট লিস্ট’ প্রস্তুত করা হয়। সেই তালিকাভুক্ত কর্মকর্তাদের মধ্য থেকেই লটারির মাধ্যমে ৬৪ জনকে নির্বাচন করা হয়েছে। পর্যায়ক্রমে তাদের সংশ্লিষ্ট জেলায় পাঠানো হবে।
আরো পড়ুন : সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বস্তরের সহযোগিতা চাইলেন সিইসি
সূত্র আরো জানায়, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেব্রুয়ারির প্রথমার্ধে মাঠপর্যায়ের কর্মকর্তাদের বদলি ও পদায়নের উদ্যোগ নেওয়া হয়। প্রধান উপদেষ্টার নির্দেশে যোগ্য কর্মকর্তাদের তালিকা তৈরি করা হয় এবং লটারির মাধ্যমে জেলা অনুযায়ী পদায়ন চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ কারণে গত সপ্তাহে ৬ জেলায় দেওয়া নতুন এসপি নিয়োগের যোগদানও স্থগিত রাখা হয়েছে, তাদের ক্ষেত্রেও লটারির সিদ্ধান্ত কার্যকর হবে।
এর আগে গত শনিবার (২২ নভেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত দু’ঘণ্টার বৈঠকে নির্বাচনকালে পুলিশের বদলি ও নিয়োগ-সংক্রান্ত নীতিমালা নিয়ে আলোচনা হয়। সেই আলোচনার ধারাবাহিকতাতেই লটারির মাধ্যমে ৬৪ জেলার এসপি নির্বাচন সম্পন্ন করা হলো।
