×

বিনোদন

ধোঁয়াশা কাটছে না জুবিন গার্গের মৃত্যু নিয়ে, ভাইরাল নতুন ভিডিও

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫১ পিএম

ধোঁয়াশা কাটছে না জুবিন গার্গের মৃত্যু নিয়ে, ভাইরাল নতুন ভিডিও

জনপ্রিয় গায়ক জুবিন গার্গ। ছবি : সংগৃহীত

সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে অকালপ্রয়াত হলেন জনপ্রিয় গায়ক জুবিন গার্গ। রোববার (২১ সেপ্টেম্বর) তাঁর মরদেহ নিয়ে আসা হয়েছে আসামে। শিল্পীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে হাজার হাজার অনুরাগী গুয়াহাটির রাস্তায় নেমে আসেন।

তবে গায়কের মৃত্যুর কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে। এদিকে আরো একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা নেটিজেনদের দাবি অনুযায়ী জুবিনের মৃত্যুর মাত্র ১৮ মিনিট আগে ধারণ করা হয়েছিল। খবর আনন্দবাজার পত্রিকার।

গত শুক্রবার সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যুবরণ করেন এই জনপ্রিয় শিল্পী। রোববার কফিনবন্দি দেহ দেশে ফেরে। স্ত্রী গরিমা সেদিন রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিমানবন্দরে পৌঁছান স্বামীর মরদেহ গ্রহণ করতে। সেখানে কান্নায় ভেঙে পড়েন তিনি। গায়কের মৃত্যুর ঘটনায় আসাম সরকার একাধিক এফআইআর দায়ের করেছিল। এমনকি তাঁর ম্যানেজারের বিরুদ্ধেও মামলা হয়। তবে পরে গরিমা অভিযোগ প্রত্যাহারের আবেদন জানান।

আরো পড়ুন : কারাগারের অভিজ্ঞতা জানালেন রিয়া চক্রবর্তী

মৃত্যু সনদে স্পষ্টভাবে বলা হয়েছে, জুবিনের মৃত্যু হয়েছে জলে ডুবে। এ বিষয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা তদন্ত চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন।

তবে এর মধ্যেই একটি নতুন ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি প্রমোদতরীর ভেতরে কয়েকজনের সঙ্গে বসে আছেন। দাবি করা হচ্ছে, ওই ব্যক্তিই জুবিন। স্কুবা ডাইভিংয়ে নামার আগে আনন্দের সঙ্গেই তিনি সময় কাটাচ্ছিলেন, এমনকি তাঁর গাওয়া গান বাজছিল সেখানে। ভিডিও দেখে অনেকে মনে করছেন, মৃত্যুর আগের মুহূর্তগুলোতেও স্বাভাবিক ছিলেন গায়ক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে গণপরিবহন কম, যাত্রীও কম

শেখ হাসিনার রায় রাজধানীতে গণপরিবহন কম, যাত্রীও কম

আদালত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দেবে, আশঙ্কা ছেলে জয়ের

আদালত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দেবে, আশঙ্কা ছেলে জয়ের

ধানমন্ডি ৩২ নম্বরে এক্সকাভেটর ঢোকানোর চেষ্টা, পুলিশের লাঠিপেটা

ধানমন্ডি ৩২ নম্বরে এক্সকাভেটর ঢোকানোর চেষ্টা, পুলিশের লাঠিপেটা

স্ত্রী-মেয়েসহ নানকের ৫৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

স্ত্রী-মেয়েসহ নানকের ৫৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App