×

জাতীয়

সন্ত্রাসবিরোধী আইনের মামলা, আমির হামজাসহ ৬ জনের অব্যাহতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৬ পিএম

সন্ত্রাসবিরোধী আইনের মামলা, আমির হামজাসহ ৬ জনের অব্যাহতি

ছবি: ভোরের কাগজ

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আলোচিত ইসলামি বক্তা মো. আমির হামজা, আলী হাসান উসামা ও মুফতি হারুন ইজহারসহ ৬ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এ আদেশ দেন।

অব্যাহতি পাওয়া বাকি আসামিরা হলেন—ইসলামি বক্তা মাহমুদুল হাসান গুনবী, আল সাকিব, মো. আব্দুল্লাহ ও আনোয়ার হোসেন। এদিন মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। জামিনে থাকা আসামিরা আদালতে হাজিরা দেন, পাশাপাশি কারাগারে আটক আসামি সাকিবকে আদালতে হাজির করা হয়।

আসামি পক্ষের আইনজীবীরা মামলার দায় থেকে অব্যাহতির আবেদন করেন, যার বিপরীতে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আলোচিত বক্তা আমির হামজাসহ ৬ জনকে মামলার দায় থেকে অব্যাহতি দেন। তবে আসামি সাকিবের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

আরো পড়ুন: শিক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মামলার সূত্রে জানা যায়, ২০২১ সালের ৫ মে জাতীয় সংসদ ভবনে তলোয়ার নিয়ে হামলা পরিকল্পনার অভিযোগে সিটিটিসি ইউনিট শেরে-বাংলা নগর এলাকা থেকে আবু সাকিব নামের এক আসামিকে গ্রেফতার করে। পরে হামলার পরিকল্পনায় প্ররোচনার অভিযোগে আলী হাসান উসামা নামের এক ইসলামিক বক্তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পরে শেরে-বাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরবে দেখা গেছে রজবের চাঁদ, রমজানের ক্ষণগণনা শুরু

আরবে দেখা গেছে রজবের চাঁদ, রমজানের ক্ষণগণনা শুরু

সংসদ নির্বাচনের তফসিল সংশোধন ইসির

সংসদ নির্বাচনের তফসিল সংশোধন ইসির

তিন বিভাগে বাড়তে পারে শীত, কুয়াশার শঙ্কা

তিন বিভাগে বাড়তে পারে শীত, কুয়াশার শঙ্কা

নৈরাজ্য করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই: সালাহউদ্দিন আহমদ

নৈরাজ্য করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই: সালাহউদ্দিন আহমদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App