শ্রদ্ধা আর ভালোবাসায় এমিরেটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামকে শেষ শ্রদ্ধা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০২:৫৭ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষক ও সাহিত্যিক এমিরেটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামকে ফুলেল শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতিচারণের মাধ্যমে শেষ বিদায় জানানো হলো।
সোমবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা প্রাঙ্গণে আনা হয়, যেখানে শিক্ষক ও শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তী সময়ে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মরদেহ রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। বৃষ্টির মধ্যেও সরকারের উপদেষ্টা থেকে শুরু করে সর্বস্তরের মানুষ প্রয়াত অধ্যাপকের প্রতি শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা জানাতে আসা এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, মনজুর আমার ছাত্র ছিলেন এবং পরে সহকর্মীও। ছাত্রজীবনেই তিনি অধ্যাপনা শুরু করেছিলেন। শিক্ষক হিসেবে শিক্ষার্থীরা তাকে ভালোবাসে, সাহিত্যের সঙ্গে তার সংযোগ অনবদ্য। তিনি একুশে পদকসহ বহু পুরস্কার পেয়েছেন, যা সম্পূর্ণ প্রাপ্য তার।
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান স্মৃতিচারণ করে বলেন, মনজুর ভাই একজন শিক্ষক, লেখক ও বিশ্লেষক ছিলেন। উনার জ্ঞান ও প্রজ্ঞাকে আমরা সবাই সম্মান করি। ছাত্রসমাজও তাদের শ্রেষ্ঠ শিক্ষকের একজনকে হারালো। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে আশা করেছিলেন তিনি আবার ফিরে আসবেন, কিন্তু চলে যাওয়ার দিনটি নির্ধারিত থাকেই।
আরো পড়ুন : উপদেষ্টাদের নয়, জাতির সেফ এক্সিট দরকার: আসিফ নজরুল
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, স্যারের হাসি ছিল তার একটি সিগনেচার। উনি প্রচণ্ড জ্ঞানী ও জনপ্রিয় শিক্ষক ছিলেন। রাজনৈতিক বিশ্বাস নিয়ে পার্থক্য থাকলেও তিনি নির্লোভ ছিলেন। সব কাজ নিজের বিশ্বাস ও ভালোবাসা থেকে করতেন, এজন্য সবাই তাকে ভালোবাসতো।
শ্রদ্ধা নিবেদনকারীর মধ্যে ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর, কপিরাইট অফিস, আর্কাইভ ও গ্রন্থাগার অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগ, সংস্কৃতি মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ, লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, ব্র্যাক পরিবার, এশিয়াটিক সোসাইটি, বিশ্ব সাহিত্য কেন্দ্র, বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলাদেশ জাসদ, বাসদ, ছায়ানট, জাতীয় কবি নজরুল ইসলাম ইনস্টিটিউট, বাংলা একাডেমি ও শিল্পকলা একাডেমিসহ অন্যান্য প্রতিষ্ঠান।
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে, দুপুর ১টায় মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আনা হয়। জানাজা শেষে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
শুক্রবার বিকালে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেন অধ্যাপক মনজুরুল ইসলাম। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
