×

জাতীয়

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা: সিইসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০৩:০৮ পিএম

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আয়োজনে নিরাপত্তাকে সর্বোচ্চ চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

শনিবার (১১ অক্টোবর) সকালে চট্টগ্রাম নগরীর এস এস খালেদ রোডে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আরো পড়ুন : সব সংশয় কাটল, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন: প্রেস সচিব

সিইসি বলেন, আমাদের দেশে ভোট গ্রহণের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিরাপত্তা। এটি একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। সবাই এর বিষয়ে উদ্বিগ্ন। তবে আপনারা যারা প্রিজাইডিং অফিসার হবেন, আপনাদের সর্বময় ক্ষমতা আছে। দরকার হলে সেন্টার বন্ধ করতে পারবেন। তিনটা গোলমাল হলে তিনটা সেন্টার বন্ধ করতে পারবেন, এমনকি পুরো আসনও বন্ধ করতে পারেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন প্রশাসনে আইনগত, প্রশাসনিক ও প্রযুক্তিগত চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা গুরুত্বপূর্ণ। ক্যামেরা, ট্র্যাকিং, এআই ব্যবহারের মতো প্রযুক্তিগত বিষয়গুলোও চ্যালেঞ্জ হিসেবে সামনে এসেছে। তবে আমরা সহজে ছাড়ব না। নির্বাচন কমিশন আপনাদের পাশে আছে এবং ফুল সাপোর্ট দেবে। আইনের অধীনে কাজ করলে আপনাদের পুরো সমর্থন পাবেন।

সিইসি নির্বাচনি কর্মকর্তাদের ক্ষমতা ব্যবহার নিশ্চিত করার গুরুত্বের ওপরও জোর দেন। তিনি বলেন, যদি ক্ষমতা ব্যবহার না করেন, আমরা এটাকে অপরাধ হিসেবে দেখব। আসুন একটা উদাহরণ সৃষ্টি করি এই দেশে যে, আইনের শাসন কাকে বলে আমরা এই ইলেকশনে এটা দেখাতে চাই। তাতে যা হওয়ার হবে।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, এখন পর্যন্ত সবচেয়ে বেশি পরামর্শ এসেছে নিরাপত্তা বিষয়ে। ভালো নির্বাচন করাই একমাত্র লক্ষ্য। কোনো প্রভাবের ভয় নেই। দেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হবে।

চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. বশির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ এবং ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জোটযুদ্ধে নতুন সমীকরণ

জোটযুদ্ধে নতুন সমীকরণ

নিত্যপণ্যের দামের চাপে জনজীবন চিড়েচ্যাপ্টা

নিত্যপণ্যের দামের চাপে জনজীবন চিড়েচ্যাপ্টা

৩ বিচারপতিকে কারণ দর্শানোর নোটিশ

অতিরিক্ত জামিন ৩ বিচারপতিকে কারণ দর্শানোর নোটিশ

এবার ‘শার্লক হোমসকে’ নিয়ে ছবি নির্মাণ করবেন সৃজিত

এবার ‘শার্লক হোমসকে’ নিয়ে ছবি নির্মাণ করবেন সৃজিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App