×

তথ্যপ্রযুক্তি

ই-ক্যাব নির্বাচনে পরিচালক পদে প্রার্থী আবু সুফিয়ান নিলাভ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ০৭:৩৫ পিএম

ই-ক্যাব নির্বাচনে পরিচালক পদে প্রার্থী আবু সুফিয়ান নিলাভ

ই–কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই–ক্যাব) নির্বাচনে পরিচালক পদে প্রার্থী আবু সুফিয়ান নিলাভ

বর্তমান সময়ের অন্যতম সম্ভাবনাময় খাত হিসেবে ই–কমার্স বাংলাদেশের অর্থনীতিতে এক শক্তিশালী অবস্থান তৈরি করছে। এই খাতকে আরও গতিশীল ও টেকসই করতে নিরলসভাবে কাজ করছেন একঝাঁক তরুণ উদ্যোক্তা। তাদের মধ্যে একজন পরিচিত, অভিজ্ঞ ও বিশ্বাসযোগ্য মুখ হচ্ছেন আবু সুফিয়ান নিলাভ, যিনি আসন্ন ই–কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই–ক্যাব) নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন।

কে এই আবু সুফিয়ান নিলাভ?

আবু সুফিয়ান নিলাভ একজন সফল উদ্যোক্তা, মেন্টর, ফটোগ্রাফার, পরিচালক এবং ব্র্যান্ড কনসালটেন্ট। দীর্ঘ ১৯ বছর ধরে তিনি বাংলাদেশের ই–কমার্স ও প্রফেশনাল সার্ভিস খাতে সক্রিয় রয়েছেন। তার প্রতিষ্ঠিত নিজলক্রিয়েটিভ প্রতিষ্ঠানটি গত ১৪ বছর ধরে দেশের শীর্ষ ই–কমার্স ব্র্যান্ডগুলোর জন্য প্রোডাক্ট ফটোগ্রাফি, ভিডিও প্রোডাকশন ও ডিজিটাল মার্কেটিং সেবা দিয়ে আসছে।

ই–কমার্সের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক

ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে নিলাভের যাত্রা শুরু ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং প্ল্যাটফর্মের মাধ্যমে। তিনি দেশের প্রথম ফ্রিল্যান্সিং কমিউনিটি ‘oDesk Bangladesh’ (বর্তমানে Freelancing Bangladesh)–এর অন্যতম অ্যাডমিন ছিলেন, যেখানে তিনি তরুণদের ডিজিটাল ক্যারিয়ারে আগ্রহী করে তোলায় অসামান্য ভূমিকা রাখেন। তিনি দেশের ৯টি জেলার বেশি এলাকায় ফ্রিল্যান্সিং, ই–কমার্স, ফটোগ্রাফি ও স্কিল ডেভেলপমেন্ট–বিষয়ক ওয়ার্কশপ পরিচালনা করেছেন।

তার বিশ্বাস ই–কমার্স শুধুই একটি ব্যবসা নয়, বরং এটি কর্মসংস্থানের এক বিশাল সম্ভাবনার ক্ষেত্র।

ই–ক্যাবের সঙ্গে দীর্ঘ দিনের সম্পৃক্ততা

আবু সুফিয়ান নিলাভ একজন ফাউন্ডিং মেম্বার হিসেবে ই–ক্যাবের সূচনালগ্ন থেকেই যুক্ত আছেন। ই–ক্যাবের ব্র্যান্ডিং ও কোয়ালিটি ইম্প্রুভমেন্ট স্ট্যান্ডিং কমিটির প্রধান হিসেবে তিনি প্রাথমিক পর্যায়ে সংগঠনটির প্রসার ও অবস্থান সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ট্রেনিং, সচেতনতামূলক ক্যাম্পেইন এবং কার্যকর পরিকল্পনায় তার অংশগ্রহণ ছিল সক্রিয় ও ফলপ্রসূ। তার চিন্তাভাবনার কেন্দ্রবিন্দুতে সবসময়ই ছিল সদস্যদের কল্যাণ ও অংশগ্রহণমূলক সংগঠন গড়ে তোলা।

নির্বাচিত হলে যেসব বিষয়ে কাজ করবেন

আবু সুফিয়ান নিলাভ নির্বাচিত হলে ই–ক্যাবকে আরও কার্যকর, স্বচ্ছ এবং উদ্ভাবনী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। তার পরিকল্পনার প্রধান বিষয়গুলো হলো:

• ই–ক্যাব সদস্যদের দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত ট্রেনিং ও ওয়ার্কশপ আয়োজন

• ডিজিটাল মার্কেটিং ও ব্র্যান্ডিং–এ এক্সপার্ট সাপোর্ট টিম গঠন

• নতুন উদ্যোক্তাদের অনলাইন ব্যবসা শুরুতে নীতিগত সহায়তা প্রদান

• ‘ই–ক্যাব কানেক্ট’ চালু করে সদস্যদের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি

• সকল সদস্যের অংশগ্রহণ নিশ্চিত করে পলিসি প্রণয়ন

• সদস্য সেবা সহজ ও অ্যাক্সেসযোগ্য করা

• সংগঠনকে দায়িত্বশীল, স্বচ্ছ ও বাস্তবভিত্তিক কার্যকর নেতৃত্বে পরিচালিত করা

নিলাভ বলেন, "লোক দেখানো নেতৃত্ব নয়, ই–ক্যাবের প্রয়োজন এমন একজন নেতা, যিনি সদস্যদের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকবেন, সমস্যা বুঝে সমাধানে এগিয়ে আসবেন। আমি সেই বাস্তব অভিজ্ঞতা ও প্রস্তুতি নিয়ে এসেছি।”

ই–কমার্স খাতে দীর্ঘ অভিজ্ঞতা, সংগঠন নিয়ে বাস্তব কর্মকৌশল এবং সদস্যদের প্রতি প্রতিশ্রুতি—এই সব মিলিয়ে আবু সুফিয়ান নিলাভ পরিচালক পদে একজন যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাইফুজ্জামানের আরামিট গ্রুপের স্থাবর সম্পত্তি ক্রোক

সাইফুজ্জামানের আরামিট গ্রুপের স্থাবর সম্পত্তি ক্রোক

গঙ্গাচড়ায় হঠাৎ ঝড়ে ক্ষতিগ্রস্ত ৬ শতাধিক বাড়িঘর

গঙ্গাচড়ায় হঠাৎ ঝড়ে ক্ষতিগ্রস্ত ৬ শতাধিক বাড়িঘর

ফ্যাসিস্ট চক্র ও প্রতিবেশি দেশের ইন্ধনে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফ্যাসিস্ট চক্র ও প্রতিবেশি দেশের ইন্ধনে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

খানাখন্দে বেহাল দশায় স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথ, ভোগান্তিতে জনসাধারণ

খানাখন্দে বেহাল দশায় স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথ, ভোগান্তিতে জনসাধারণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App